Select Page

মাত্র ৩৪ বছর বয়সে মারা যান রুবেলের হিট ছবির পরিচালক আহমেদ সাত্তার

মাত্র ৩৪ বছর বয়সে মারা যান রুবেলের হিট ছবির পরিচালক আহমেদ সাত্তার

বীর বিক্রম ( ১৯৮৯), বজ্রপাত (১৯৮৯), বীর যোদ্ধা (১৯৯০), দেশ দুশমন (১৯৯০), রুবেল আমার নাম (১৯৯১) ও গোলামীর জিঞ্জির (১৯৯১)— রুবেলের ক্যারিয়ারের জনপ্রিয় কয়েকটি ছবি, পরিচালনা করেন আহমেদ সাত্তার। এ নির্মাতা মাত্র ৩৪ বছর বয়সে মারা যান।

১৯৯১ সালের ১ জুন এফডিসিতে ডাবিং থিয়েটারে কাজ করার সময় ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন আহমেদ সাত্তার।  তিনি ১৯৫৭ সালের ১ জানুয়ারি ফেনী জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৩ সালে ফেনী সেন্ট্রাল হাইস্কুল থেকে মেট্রিক পাস করে ফেনী সরকারি কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন সময়ে আহমেদ সাত্তারকে ফুপাত ভাই প্রখ্যাত চিত্রগ্রাহক আবুল খায়ের  ঢাকা নিয়ে আসেন।

আবুল খায়েরের মাধ্যমে পরিচালক ফখরুল হাসান বৈরাগী’র সাথে সহকারী পরিচালক হিসাবে কর্ম জীবন শুরু করেন। ১৯৮৮ সালে ’গায়ে হলুদ’ ছবির মাধ্যমে একক পরিচালক হিসাবে কাজ শুরু করেন আহমেদ সাত্তার, যদিও ছবিটি মুক্তি পায়নি। পরবর্তীতে একের পর এক ব্যবসাসফল ছবি নির্মাণের মাধ্যমে নিজের প্রতিভা জানান দেন ।

তথ্য ও ছবি: আজাদ আবুল কাশেম


Leave a reply