Select Page

মান্না আবারও নামফলকে

মান্না আবারও নামফলকে

Manna-Digital-Studio-in-Fdcগত ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে মান্না ডিজিটাল ভবন থেকে চিত্রনায়ক মান্নার নাম বাদ দিয়ে ভবনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। নাম বাদ দেয়ার এ ঘটনায় চলচ্চিত্র কলাকুশলী এবং সংশ্লিষ্টজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। সকলে এর প্রতিবাদ করে। তারই ফলশ্রুতিতে ১১ দিন পরে পহেলা বৈশাখে আবারও মান্নার নাম স্থান পেয়েছে নামফলকে।

ডিজিটাল কমপ্লেক্সের নাম এখন আগের মতই হয়েছে – মান্না ডিজিটাল কমপ্লেক্স। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়কের স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়ে বলে জানান সংশ্লিষ্টরা। এই বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এনটিভিকে বলেন, “৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে ‘মান্না ডিজিটাল ভবন’ থেকে ‘মান্না’ নামটি বাদ দিয়ে ভবনটির উদ্বোধন করা হয়। আমরা সবাই এই কাজের প্রতিবাদ করেছিলাম। পহেলা বৈশাখের আগের দিন আবার নায়ক মান্নার নামফলক বসানো হয়েছে। আমরা খুব খুশি যে মান্না তাঁর স্থান ফিরে পেয়েছেন।”

নায়ক মান্নার স্ত্রী ও মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না বলেন, ‘নায়ক মান্না শুধু শিল্পী সমিতি নয়, তিনি প্রযোজক সমিতিরও সদস্য ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি সব সময় চলচ্চিত্রের কথাই ভাবতেন। কথায়, চলাফেরায় সবকিছুতেই ছিল চলচ্চিত্র। তাঁর মৃত্যুর পর আমি ও আমার সন্তানরা যে সম্মান পেয়েছি, বাংলাদেশ চলচ্চিত্রের কাছে, আমাদের আর কোনো চাওয়া নেই।’

উল্লেখ্য, মান্নার নাম বাদ দিয়ে ভবন উদ্বোধনের ঘটনাটির পেছনে উপযুক্ত কোনো কারণ দেখতে পারেনি কেউ। এভাবে এফডিসির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে মান্নার নাম মুছে দেওয়াকে তাঁর স্মৃতিকে চিরতরে হওয়ার শামিল বলে প্রতিবাদ করেছিলেন মান্নার সহযোদ্ধারা। ২০০৮ সালে তৎকালীন তথ্যসচিব জামিল ওসমান এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন মান্না ডিজিটাল ভবনের উদ্বোধন করেছিলেন। তবে, দীর্ঘ সাত বছর পর মান্নার নামটি হঠাৎ করেই মুছে ফেলার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছিল, মান্নার নামটি এফডিসির পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত ছিল না। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর রশীদের সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তিনিও এ বিষয়ে ‌আগে কিছুই জানতেন না, সাংবাদিকদের কাছে থেকে তিনি বিষয়টি জেনে এর প্রতিকারের নির্দেশ দেন। রং করার জন্য নামফলক তোলা হয়েছিল এখন আবারও সেটি বসানো হয়েছে।


Leave a reply