Select Page

মারা গেছেন হুমায়ূন সাধু

মারা গেছেন হুমায়ূন সাধু

নির্মাতা, অভিনেতা ও লেখক হুমায়ূন সাধু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। মাস খানেক ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা।

তার উল্লেখ করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লেখে, ‘তুই সময় দিছিলি আমাদের তৈরি হওয়ার। আমরা হয়তো তৈরিও হইছিলাম। কিন্তু মানুষ বোধ হয় কখনোই প্রিয়জনের বিদায়ের জন্য তৈরি হইতে পারে না রে, সাধু!’

সাধু ২৯ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কিছুদিন চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার পর সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। ওই সময় পরিবার সাধুকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক প্রস্তুতিও নিয়েছিলেন পরিবারের লোকজন।

কিন্তু রবিবার রাতে দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মাতা। এরপর দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করে সাধুর শোবিজে পথচলা শুরু হয়। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। নিজেও পরিচালনা করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন সম্প্রতি।


Leave a reply