মাসখানেকের মধ্যে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম মাল্টিপ্লেক্স
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও চট্টগ্রামে নেই মানসম্মত প্রেক্ষাগৃহ। এবার সেই অভাব ঘুচতে চলেছে। জুলাইয়ের শেষে বা আগস্টে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স।
ফেসবুকে এন্টারটেইনমেন্ট এক্সটা নামের একটি পাতায় জানা যায়, চট্টগ্রামের ২নং গেটে অবস্থিত ফিনলে স্কয়ারের ৬ষ্ঠ তলায় নির্মাণ করা হয়েছে শহরের প্রথম মাল্টিপ্লেক্স। চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুতে সিনেপ্লেক্সটি চালু হবে বলে জানা গিয়েছে।
আরো বলা হয়, মাল্টিপ্লেক্সটিতে সংযুক্ত করা হয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম, থ্রিডি স্ক্রিন ও আসন। এখানে দুটি হল রয়েছে— প্রিমিয়াম ও প্লাটিনাম। প্রিমিয়াম হলে রয়েছে মোট ৭৫টি আসন। আর প্লাটিনামে রয়েছে ২২টি আসন। প্লাটিনামের আসনগুলো অত্যাধুনিক ও দর্শকদের জন্য আরামদায়ক। দুটি হলের জন্যই আলাদা করে দুটি ওয়েটিং লবি রয়েছে। এছাড়া রয়েছে ফুডকোর্ট।
প্রিমিয়ামে জনপ্রতি সম্ভাব্য টিকেটের মূল্য ৫০০ টাকা ও প্লাটিনামে ১৫০০টাকা।
বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। কোন সমস্যা না হলে চলতি মাসের ২৭ তারিখ উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে সম্পূর্ণ বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে এতে। ঢাকার স্টার সিনেপ্লেক্স থেকেও উন্নতমানের হবে বলে দাবি তাদের।