‘মাস্তানি’ ভুলে যেনে চান
শুক্রবার মুক্তি পেয়েছে কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানি’। ফিরোজ খান প্রিন্স পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে গলাকাটা পোস্টার ব্যবহারের অভিযোগ ওঠেছে ইতোমধ্যে। এ কাণ্ডের শিকার মৌসুমী সিনেমাটিকে ভুলে যেতে চান বলেই জানান।
এমনকি মৌসুমীর ডাবিং করেছেন অন্য আরেকজন। এ বিষয়ে টিভি পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘এই ছবি নিয়ে আমার কোনো উচ্ছ্বাস নেই। ছবিটি নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমি খুবই বিরক্ত। আমার ডাবিং অন্যজনকে দিয়ে করানো হয়েছে। আমি কিছু জানিই না। পরিচালক ফিরোজ খান বলছেন, আমি নাকি বিদেশে ছিলাম, এ জন্য অন্যকে দিয়ে করানো হয়েছে। আমি তো মাত্র ছয় দিন দেশের বাইরে ছিলাম। পরিচালকের কথাবার্তা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।’
পোস্টারে মৌসুমীর মাথার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভারতীয় নায়িকা তামান্না ভাটিয়া ও সানি লিওনের শরীর। এ প্রসঙ্গে বলেন, ‘এটা আরেক কেলেঙ্কারি। আমার কাছে মনে হয়েছে প্রযোজক-পরিচালক মিলেই ঘটনাটি ঘটিয়েছেন। আমি বিষয়টি নিয়ে তাঁদের প্রশ্ন করেছিলাম। তাঁরা বলেন, আমার স্টিল ছবি (আলোকচিত্র) খুঁজে পাওয়া যায়নি। আবার বলেন, পরিবেশকেরা এটি করেছেন। অথচ শুটিংয়ের সময় কিন্তু অনেক ছবি তোলা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এটা আসলে এমন একটা ঘটনা, যা নিয়ে আমার কিছুই বলার নেই। আমি আমার অভিনয়জীবনের এই অধ্যায়টা ভুলে যেতে চাই। এই ছবির কথা মনেও রাখতে চাই না। কারও বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে চাই না।’
শুধু মৌসুমীই নয়, মারুফের মাথার সঙ্গে পোস্টারে জুড়ে দেওয়া হয়ে তেলুগু অভিনেতা ভেঙ্কাটেশের শরীর।