Select Page

মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ থেকে ওয়াহিদ তারেকের টেলিছবি

মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ থেকে ওয়াহিদ তারেকের টেলিছবি

বঙ্গ বিডি’র নতুন কার্যক্রম বেজড অন বুক তথা বব ক্যাম্পেইনের মাধ্যমে সাহিত্য ও সিনেমার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মটি এ সময়ের সাতজন লেখকের গল্প থেকে সাতটি ভিজুয়াল ফিকশন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে তথ্য-বিশ্লেষণ জানাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক জুবায়ের ইবনে কামাল

সাম্প্রতিক পোস্টে তার আলোচ্য ছিল, ববের অন্যতম লেখক মাহবুব মোর্শেদকে নিয়ে। জুবায়ের বলছিলেন, মাহবুব মোর্শেদ সমকালীন গল্প লেখেন। পূর্বের প্রকাশিত বইগুলো সম্পর্কে আশেপাশে খুব বেশি আলোচনা না হলেও পাঠকের একটি দল খুব আগ্রহের সঙ্গে তার বইগুলো সংগ্রহ করে থাকেন। মাহবুব মোর্শেদের গল্প নিয়ে আলোচনা করাটা বেশ জটিল। কারণ তিনি মনে করেন কেউ গল্প লেখেন এই কারণে নয় যে, মাথায় অনেক গল্প ঘুরে বেড়াচ্ছে। তার মতে কেউ সাহিত্যিক হয়ে ওঠে প্রবৃত্তির কারণে। প্রবৃত্তিগত গল্প কীভাবে পর্দায় ফুটে উঠবে? সেটিই এখন প্রশ্ন!

আরও জানান, মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ বই অবলম্বনে নির্মান করবেন ওয়াহিদ তারেক। ওয়াহিদ তারেক সেরকমই একজন মানুষ, যিনি উচ্চমাধ্যমিক শেষে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ দেখে ভেবেছিলেন একদিন হয়তো তিনিও সিনেমা বানাবেন। আর আন্দ্রেই তারকোভস্কির ‘স্টকার’ সিনেমাটা দেখে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন তাকে সিনেমা বানাতেই হবে!

প্রবৃত্তির কারণে সাহিত্যিক হয়ে ওঠা একজন মানুষের চোখে দেখা যাপিত জীবনের গল্প এবং সিনেমার নান্দনিকতা ছুঁয়ে যাওয়া বালকের ফ্রেমের গল্পের জন্য ছুটে আসা দুজনের মেলবন্ধন কোথায় নিয়ে দাঁড়াবে? সেটি এখন সময়ের ব্যাপার।

বেজড অন বুক সম্পর্কে মাহবুব মোর্শেদ বললেন, ‘আমাদের দেশের দর্শকরা আন্তর্জাতিক মানের। তাই দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মানের কাজ না হলে কেউ দেখছে না। অপরদিকে অনেক বেশি টিভি চ্যানেল কিংবা ভিডিও প্ল্যাটফর্ম থাকায় কন্টেন্ট ছড়িয়ে দেয়ার জায়গা প্রসারিত হয়েছে। সেই হিসেবে বঙ্গ একটা দারুণ কাজ করেছে।’

বঙ্গ বিডির এ কার্যক্রমের সঙ্গে যুক্ত বাকি লেখকেরা হলেন– শাহাদুজ্জামান (উবার, টুকরো রোদের মত খাম), শিবব্রত বর্মন (সময়ের গল্প ২০১৩), যোবায়েদ আহসান (হাকুল্লা), সাদাত হোসাইন (মরণোত্তম), মারুফ রেহমান (লাবনী) ও রাহিতুল ইসলাম (চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার। ফিকশনগুলো নির্মাণ করছেন যথাক্রমে ইমরান মিঠু, অনিমেষ আইচ, ইফতেখার ফাহমি, সঞ্জয় সমাদ্দার, গোলাম হায়দার কিসলু ও ভিকি জাহেদ।

ঈদুল ফিতরে টেলিভিশনের পাশাপাশি বঙ্গ বিডিতে দেখা যাবে এই সাত টেলিছবি।


Leave a reply