মা, আম্মা, আম্মাজান এবং তাদের উৎসর্গে কিছু বাংলা সিনেমার গান!
মা কে নিয়ে বাংলাতে অনেক গান আছে। আমাদের বাংলা মুভিতে মা নিয়ে গান অনেক জনপ্রিয়তাও পেয়েছে। অডিও শিল্পেও মা’র গান কম জনপ্রিয় নয়।
আমাদের শিল্পীরা মা কে নিয়ে কত গান যে করেছে তার কোন হিসাব নেই। এর মধ্যে জনপ্রিয় কিছু গান যার বেশিরভাগ ই এখনো আমার আপনার মুখে মুখে থাকে। সেইসব গান আপনাদের জন্য এই পোষ্টে নিয়ে আসলাম!
বাংলা মুভিতে মাকে নিয়ে কিছু গান এর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজ। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন।
প্রথমেই বর্তমান মুভি’র মান্না এবং আনোয়ারা’র এই গান।
মায়ের একধার দুশের দাম
https://www.youtube.com/watch?v=dXC2jDZue9Q
খালিদ হাসান মিলুর দরাজ গলায় এই গান আপনার মনকে নাড়া না দিয়ে পারেইনা!! মায়ের কত কষ্ট সন্তানের জন্য হয়…এত সুন্দর করে আর কেউ বুঝি বলতে পারবেনা!
আবারো মান্না…এবার আম্মাজান এর জন্য!
https://www.youtube.com/watch?v=Pajl20t5sGM
এইবার দেখবেন অজান্তে মুভিতে মা’কে নিয়ে গাওয়া একটি সুইট সং!
এইটা সেসময়ের গান যে সময় কলিকাতারা আমাদের মুভি গান রিমেক করত!!!
মা এবং দেশ নিয়ে আমাদের সালমান শাহ ও একটি গানে ঠোট মিলিয়েছেন। বিক্ষোভ মুভির সেই গানটি খুব ই জনপ্রিয়তা পাওয়া একটি গান আমাদের চলচ্চিত্রে!! সাথে ৭১ ৭১ এর কিছু স্মৃতি ও আপনাকে মনে করিয়ে দিবে এই গান।
৭১ এর মা জননী
https://www.youtube.com/watch?v=wjuLOrVXlps
মুভিটা অসাধারন ছিল।ছত্র রাজনীতি থেকে ৭১ কোন কিছু ই বাদ যায়নি এই মুভিতে!
বাপ্পারাজের একটা গান আছে চাপাডাঙ্গার বউ মুভিতে।ক্লাসিক গান আশা করি মনে আছে আপনাদের?
আমার সাধ না মিটিল আশা না ফুরিলঃ
https://www.youtube.com/watch?v=YfRXxPpxH78
এইবার একটু পুরনো গানে যাই।রোজিনা আলমগীরের দোলনা মুভিতেও কিন্তু একটি গান আছে। আসেন তাহলে সেই চিরচেনা সুরের গানটিও দেখি।
তুমি আমার কতচেনা!
এই মুভির অন্যান্য গানগুলো ও জটিল ছিল!
এইবার আজিম সুজাতা যুগের একটি মুভির গান।ক্লাসিক গান তো অবশ্যই!
সবাই বল মা
https://www.youtube.com/watch?v=EazzsXrNr98
ছোট কালের গান।আর গানটা ও অনেক সুন্দর।কি বলেন?
সবার গান শুনলেন।আমাদের ডিপজলের ও কিন্তু মায়ের হাতে বেহেস্তের চাবি নামক মুভি আছে।সেই মুভিতে মা’কে নিয়ে একটি ভাল গান ও আছে।সেই গানটা হইল
সবাইরে সব দান করিয়াঃ
আরো কিছু গান ও আছে মা’কে নিয়ে আমাদের মুভিতে।আমি শুধু বাছাই করা গানগুলো ই দিলাম।বলতে পারেন চেষ্টা করলাম।
যদি আপনাদের পছন্দ হয় তাহলেই আমার চেষ্টা সফল হবে!