Select Page

মা হলেন রেসি

মা হলেন রেসি

image_60277মা হলেন একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা রেসি। গত ২৮ জুলাই ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসাপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

গত বছরের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থর সাথে বিয়ের হয় তার।

বিয়ের পর রেসি অভিনয়কে বিদায় জানান।

বিভিন্ন অভিনেতার বিপরীতে কাজ করলেও তিনি ডিপজলর সাথে অভিনয় করে বেশি পরিচিতি পান। রেসি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে এফআই মানিকের পরিচালনায় ‘স্বামী ভাগ্য’ এবং সাজেদুর রহমান সাজুর পরিচালনায় ‘অন্তরে প্রেমের আগুন’।

 


Leave a reply