মুক্তি নিয়ে আরেক দফা হোঁচট গেল ‘এশা মার্ডার: কর্মফল’
ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত বছরের শেষ দিকে সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’-এর ঘোষণা আসে। কিন্তু ঈদের ঠিক আগে আগে চোখ ধাঁধানো টিজার প্রকাশ করে জানানো হয়েছিল, রোজার ঈদে নয়, কোরবানির ঈদে মুক্তি পাবে ছবিটি। এবার জানা গেল, কোরবানির ঈদেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই ছবিটির।
জানা গেছে, এখনো দুই দিনের শুটিং বাকি, হয়নি ডাবিংও। তা ছাড়া ঈদে একসঙ্গে বেশ কিছু ছবি মুক্তি পাবে, এই ভিড়ে শামিল হতে অনিচ্ছুক সানী।
কালের কণ্ঠকে এ পুলিশ কর্মকর্তা ও নির্মাতা বলেন, ‘আট থেকে ১০টা ছবি মুক্তি পাবে বলে জেনেছি। বাংলাদেশে কি এক ঈদে এত ছবি মুক্তি পেলে ব্যবসা করতে পারবে? রোজার ঈদেও তো এক ডজন ছবি মুক্তি পেল। কোন ছবিটি রমরমা ব্যবসা করেছে! আমি আসলে আমার ছবিটা ভালো করে শেষ করতে চাই। আমার পার্টনারদের সঙ্গে এই সপ্তাহে মিটিং আছে। সবাই মিলে সিদ্ধান্ত নেব যে কী করা যায়।’
সঙ্গে এও বলেন, ‘শিল্পীদের শিডিউলের ব্যাপারও আছে। ঈদের আগে দুই দিনের শিডিউল ম্যানেজ করে শুটিং করাটা টাফ। তা ছাড়া আমি তড়িঘড়ি কাজ করায় বিশ্বাসী নই। একটা ভালো ছবি নির্মাণ করতে গেলে ধৈর্য দরকার। আশা করছি, ঈদে নয়, তবে ভালো কোনো একটা দিন দেখে ছবিটি মুক্তি দেব। টিজারে যেভাবে দর্শক সাড়া পেয়েছি, হলেও নিশ্চয়ই সেটার ব্যত্যয় ঘটবে না।’
এর আগে টিজারে ‘এশা মার্ডার’ ছবির প্রধান কয়েকটি চরিত্রের চেহারা উন্মোচন করা হয়েছে। এর মধ্যে প্রধান চরিত্রে আজমেরী হক বাঁধনের পারফর্ম্যান্স নিয়ে আলোচনাও তৈরি হয়। এছাড়া দেখা যায় মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত ও শতাব্দী ওয়াদুদকেখ। তবে আড়াল রাখা হয়েছিল গল্পের ভিলেনকে। ছবিটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এর প্রযোজক ও গল্পকার হিসেবে সিনেমায় অভিষেক সানী সানোয়ারের। এরপর ফরসাল আহমেদের সঙ্গে মিলে দুই পর্বে তৈরি করেন ‘মিশন এক্সট্রিম’। এ তিন সিনেমাও একাধিকবার মুক্তির তারিখ দিয়ে পিছিয়ে এসেছিল।