মুক্তি পাচ্ছে না সংগ্রাম
বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম ৭১‘ এ বছরও মুক্তি পাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন প্রযোজক। আগামী বছরের যে কোন সময় মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।
প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ছবিটির নির্মান কাজ শুরু করার সময় গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তির তারিখ লক্ষ্য ঠিক করা হয়েছিল। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের উপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন। কিন্তু পোস্ট প্রোডাকশন কাজে বিলম্বের কারণে ছবিটি গত বছর মুক্তি দেয়া হয় নি। এ বছরের ১৬ ডিসেম্বর মুক্তির তারিখ ঠিক করা হলেও শেষ মুহুর্তে পিছিয়ে দেয়া হল।
‘সংগ্রাম ৭১’ চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আমান খান, তার বিপরীতে রয়েছেন রুহী। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই র্যাম্প তারকা রুহী আলোচনায় আসেন এবং একাধিক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন।
সংগ্রাম ৭১’ ছবির গল্পে দেখা যাবে, মুক্তিযুদ্ধ চলাকালীন সমাজ, সংস্কার আর ধর্মান্ধতা। যুদ্ধের বিভীষিকাকে সবকিছুকে পেছনে ফেলে তারপরও এগিয়ে যেতে থাকে হিন্দু-মুসলিমের একটি অসম প্রেম। কিন্তু এক সময় হিন্দু পরিবারটি নিরাপত্তার জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। তবে এর আগে কথা হয়, একে অন্যের জন্য অপেক্ষা করবে। কিন্তু যখন শেষ হয় মুক্তিযুদ্ধ, ছেলেটি বীরের বেশে দেশ স্বাধীন করে ঘরে ফিরে ভালবাসার মানুষটির খোঁজ করতে গিয়ে পরিস্থিতি বদলে যায়। ছবির গল্প মোড় নেয় নতুন দিকে।
রুহী ও আমান ছাড়াও এ ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অনুপম খের। এছাড়া আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা। ছবিটির চিত্রগ্রহণ করেছেন বিখ্যাত বৃটিশ চিত্রগ্রাহক লোরেঞ্চো লিভরিনি।
সূত্র: মানবজমিন