
মুক্তি পেল ‘ডেয়ারিং লাভার’
পহেলা বৈশাখকে উপলক্ষ করে মুক্তি পেলে শাকিব খান– অপু বিশ্বাসের ‘ডেয়ারিং লাভার’। এর আগে ১৮ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ ছবির মাধ্যমে অনেক দিন এর অপু বিশ্বাসকে পর্দায় দেখা যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন হিট পরিচালক বদিউল আলম খোকন।
প্রেম ও সংঘাতনির্ভর এই চলচ্চিত্রটির নাম প্রথমে ছিল চিরদিনই তুমি যে আমার। এই নামটি আরেকজন পরিচালক ব্যবহার করায় নামটি পরিবর্তন করা হয়।
ছবিটি নিয়ে ইতোমধ্যে নকলের বিতর্ক উঠেছে। অনেকে বলছেন কলকাতার একটি ছবি অনুকরণে তৈরি। অন্যদিকে পোস্টার নিয়েও একই বিতর্ক উঠেছে। এসব সত্ত্বেও কলা-কুশলীরা ছবিটি নিয়ে আশাবাদী।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এস এম ফিল্মস। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।