মুজিব, বাড়ির নাম শাহানা, ফেরেশতেসহ যা থাকছে ঢাকা চলচ্চিত্র উৎসবে
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২২তম আসর বসছে আগামী ২০ জানুয়ারি, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত সিনেমা অংশ নিচ্ছে উৎসবটিতে। তবে দেশি দর্শকের জন্য উৎসবের মূল আকর্ষণ ‘বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন’।
ফেরেশতে ছবির দৃশ্য
এই বিভাগে দেশের কয়েকটি নির্বাচিত সিনেমা বিনামূল্যেই দেখানো হবে। আর সেগুলো থেকে বাছাই করে একটিকে দেওয়া হবে পুরস্কার।
এই বিভাগের সিনেমা হিসেবে প্রথম প্রদর্শিত হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন আরিফিন শুভ। সিনেমাটি ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে।
একই ভেন্যুতে ২১ জানুয়ারি বিকাল ৫টায় দেখা যাবে ‘মুনতাসির’। এটি পরিচালনা করেছেন ইফফাত জাহান মম। এই সিনেমাটির বিভিন্ন চরিত্রে আছেন এলিনা শাম্মী, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে প্রদর্শিত হবে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজী নির্মিত এই ছবি ইতোপূর্বে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন আনান সিদ্দীকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের প্রমুখ।
সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ প্রদর্শিত হবে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায়, জাদুঘরের প্রধান মিলনায়তনে। খুলনা অঞ্চলের মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলানবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার।
২২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’। এই সিনেমাতে অভিনয় করেছেন রিজওয়ান সিদ্দিকী, তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।
একই ভেন্যুতে ২৩ জানুয়ারি সন্ধ্যায় প্রদর্শিত হবে ইমতিয়াজ হোসেন পরিচালিত সিনেমা ‘জাস্ট আ জোক ডার্লিং’। এই মিলনায়তনে ২৫ জানুয়ারি সন্ধ্যায় দেখা যাবে ওয়ালিদ আহমেদ নির্মিত ‘মেঘের কপাট’। সিনেমাটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন প্রমুখ।
২৬ জানুয়ারি সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনের পর্দায় উঠবে গেলো বছরের প্রশংসিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। হৃদি হক নির্মিত এই তারকাবহুল ছবিতে আছেন ফেরদৌস আহমেদ, সজল, লিটু আনাম, সানজিদা প্রীতি, তারিন জাহান, মামুনুর রশীদ, আবুল হায়াতসহ অনেকে।
এই মিলনায়তনে উৎসবের শেষ সন্ধ্যায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু।
শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে পান্থ প্রসাদ নির্মিত সিনেমা ‘সাবিত্রী’। মুক্তিযুদ্ধবিষয়ক গল্পের এ সিনেমাতে অভিনয় করেছেন নার্গিস, অনন্ত হীরা, বৈশাখী ঘোষ প্রমুখ।
এছাড়া এবারের উৎসবে ঢাকাই দর্শকের বিশেষ নজর থাকবে ‘ফেরেশতে’ সিনেমার দিকে। যেটা নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। আর সিনেমাতে আছেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফারুক সুমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। ২০ জানুয়ারি বিকাল ৪টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই ছবির মাধ্যমেই উৎসবের পর্দা উঠবে।