মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৬ অনুষ্ঠিত
মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৯তম পুরস্কার বিতরণীর আসর বসেছিল শুক্রবার সন্ধ্যায়। শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দর্শক তারকা জরিপ এবং সমালোচক – এই দুই বিভাগের বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয়।
২০১৬ সালে কাজের জন্য দর্শক তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান। শিকারী চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। পুত্র আবরামকে এ পুরস্কার উৎসর্গ করেছেন শাকিব খান। দর্শক জরিপে সেরা অভিনেতার পুরস্কার শাকিব খান পেলেও চলচ্চিত্র সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন আয়নাবাজির অভিনেতা চঞ্চল চৌধুরী।
আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শক তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন নাবিলা, চলচ্চিত্র সমালোচকের দৃষ্টিতে সেরা অভিনেত্রী নির্বাচিত হন সাঁঝবাতি। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিলে’ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
দর্শক তারকা জরিপে বিজয়ী অন্যান্য ব্যক্তিরা হলেন: সেরা নবীন অভিনয়শিল্পী বসগিরির নায়িকা বুবলী, সেরা টিভি অভিনেত্রী একটি তালগাছের গল্প নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং বউগিরি নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেতা মোশাররফ করিম। এছাড়া বসগিরি ছবিতে গাওয়া গান দিল দিল দিলের জন্য ইমরান নির্বাচিত হয়েছেন সেরা গায়ক এবং কণা নির্বাচিত হয়েছেন সেরা গায়িকা।
অন্যদিকে চলচ্চিত্র সমালোচকের দৃষ্টিতে অমিতাভ রেজা আয়নাবাজি চলচ্চিত্র নির্মানের জন্য সেরা পরিচালক শাখায় চলচ্চিত্র সমালোচক পুরস্কার অর্জন করেন। তবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা।
টেলিভিশনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র সমালোচক পুরস্কার পেয়েছেন যোগ বিয়োগ নাটকের চিত্রনাট্যকার সারওয়ার রেজা জিমি এবং অভিনেতা আফরান নিশো। অন্যদিকে মাধবীলতা গ্রহ আর না নাটকের নির্দেশক সাগর জাহান পেয়েছেন সেরা নাটক নির্দেশক এবং অপি করিম পেয়েছেন সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার।
এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট অভিনেতা, পরিচালক সৈয়দ হাসান ইমামকে। পূর্ণিমা এবং ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠিত মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৬ উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী লাকী আখন্দকে।
উল্লেখ্য, বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের সেরা কাজের জন্য ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
ছবি ও তথ্য: প্রথম আলো