
মৌসুমীর অপেক্ষা

মৌসুমী কালের কন্ঠকে বলেন, “যেখানে কারো নিরাপত্তা নেই সেখানে শুটিং করি কিভাবে! আশা করছি ১০ জানুয়ারির মধ্যে চলমান পরিস্থিতির একটা অবসান ঘটবে। তখনই আবার শুটিং শুরু করব। প্রথমে শিমুলের ‘লিডার’ ছবির কাজটি শেষ করতে চাই। এরপর ‘কাঁটাতার’ ছবিটির কাজ এগিয়ে নেব। অবশ্য তত দিনে ইমপ্রেসের ছবিটির প্রি-প্রোডাকশনের কাজটাও শেষ হবে। ফলে আগের ছবি দুটির কাজ শেষ করেই নিজের পরিচালনায় ছবিটির কাজ মন দিয়ে করতে পারব।”