যে হলে সার্টিফিকেশনে প্রথম প্রাপ্তবয়স্ক সিনেমা ‘ভয়াল’
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের পরিবর্তে সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে প্রথম এ গ্রেডে ছাড়পত্র পেয়েছিল ‘ভয়াল’। ২৯ নভেম্বর ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
‘ভয়াল’ প্রসঙ্গে বিপ্লব হায়দার বলেন, ‘ভয়াল গল্প নির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’
অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয়, সমাজে যা অহরহ ঘটে। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’
ছবির অভিনেত্রীর আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
প্রথম সপ্তাহে ‘ভয়াল’ দেখা যাবে রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও এসকেএস টাওয়ার আউটলেটে। আরো দেখা যাবে লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ব্লকবাস্টার সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার – দিয়াবাড়ী, আজাদ, শ্যামলী এবং আনন্দ সিনেমায়। রাজধানীর বাইরে চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড শাখা ও সিলভার স্ক্রিন, মম ইন – বগুড়া, সংগীতা সিনেমা – খুলনা, মাধবী সিনেমা – মধুপুর, পূর্ণিমা সিনেমা – কোম্পানিগঞ্জ এবং ভিক্টোরিয়া সিনেমা – শ্রীমঙ্গল।