Select Page

‘যৌথ প্রযোজনায় ইতিবাচক বিষয় বেশি থাকে’

‘যৌথ প্রযোজনায় ইতিবাচক বিষয় বেশি থাকে’

riaz

রিয়াজের মতে, যৌথ প্রযোজনায় নেতিবাচকের চেয়ে ইতিবাচক বিষয় বেশিই থাকে। তবে শর্ত হলো নিয়ম মেনে করতে হবে। নইল বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে একসময়ের এক নম্বর তারকা রিয়াজ বলেন, ‘যৌথ প্রযোজনায় নেতিবাচকের চেয়ে ইতিবাচক বিষয় বেশি থাকে। তবে সেটি সঠিক নিয়মের মধ্যে থেকে হতে হবে। এখন বাংলাদেশ-ভারত যে নিয়মে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হচ্ছে তাতে অনেক নিয়মই মানা হচ্ছে না। এতে করে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বেশ ক্ষতির মুখে পড়ছে।’

তিনি আরো বলেন, ‘আমি যৌথ প্রযোজনার পক্ষে তবে সেটা নিয়মের মধ্যে থেকে। দেশের চলচ্চিত্রাঙ্গন ক্ষতির মুখে পড়ে এ ধরনের যৌথ পযোজনার পক্ষে কখনই ছিলাম না, এখনও নেই।’

মাঝে দুটি সিনেমায় দেখা গেলেও বর্তমানে শুধু বিজ্ঞাপন ও নাটকে দেখা যাচ্ছে এ তারকাকে। এ প্রসঙ্গে বলেন, ‘সিনেমায় না থাকার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত আমি অসুস্থ। সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই আমাকে চলতে হয়। বড় পর্দায় বাণিজ্যিক ধারার ছবিগুলোয় কাজের ক্ষেত্রে শরীরের ওপর বেশি চাপ নিতে হয়। যা আমার জন্য একেবারেই নিষেধ।’

আরো বলেন, ‘এছাড়াও বর্তমান প্রজন্ম যে ধরনের ছবির প্রতি আগ্রহ দেখায় সে ধরনের সিনেমার জন্য আমি প্রস্তুত নই। তাই সিনেমায় নয়, এখন থেকে নাটকেই নিয়মিত থাকব।’


Leave a reply