রাজধানীতে হাউজফুল, মফস্বলে নতুন দর্শক টানছে
# রাজধানীর সিনেমা হলগুলোতে পরপর হাউজফুল শো যাচ্ছে
# মফস্বলে গতানুগতিক দর্শক কম হলেও নতুন দর্শকদের টানছে
# ঢাকার হলগুলোতে আরও কয়েক সপ্তাহ চলবে
# ‘দেবী’ টিমের উপস্থিতিও বিভিন্ন হলে দর্শকদের নিয়ে আসছে
অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ‘দেবী’ শুক্রবার মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত জয়া আহসানের প্রথম প্রযোজিত ছবিও এটি। হুমায়ূন আহমেদের বহুলপঠিত গল্প ও অভিনব প্রচারণার কারণে মুক্তির আগে থেকে সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
২৮ হলে মুক্তি পাওয়া ‘দেবী’ রাজধানীর হলগুলোতে পর পর হাউজফুল শো যাচ্ছে। অন্যদিকে মফস্বলে গতানুগতিক দর্শকের পাশাপাশি টানছে নতুন দর্শকদের বা যারা অনেকদিন হলে যান- এমন লোকজনকে।
বলাকা সিনেমা হলের ম্যানেজার শাহীন বলেন, প্রথমদিনে মর্নিং শোতে হাউজফুল ছিল। যেটা অন্য ছবির ক্ষেত্রে হয় না। ম্যাটিনি, ইভিনিং শোতে ডিসি হাউজফুল ছিল। তিনি বলেন, বলাকায় স্টুডেন্ট দর্শক বেশি। এখন বেশিরভাগ স্টুডেন্ট পূজার ছুটিতে আছে, ঢাকায় নেই। তারপরও ছবির ব্যবসা খুব ভালো। ভালো রেসপন্স পাচ্ছি। আমরা হ্যাপি।
তিনি আরও বলেন, ‘দেবী’ টানা কয়েক সপ্তাহ চলবে বলেই মনে হচ্ছে। ছবির সবকিছুই ভালো। এ ধরণের ছবি বেশি বেশি বানানো উচিত।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার এবং শনিবার ১২ টি করে শো চালিয়েছি। বেশিরভাগ শো-তে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। রবিবার থেকে ৯ টি শো চালানোর কথা ছিল, কিন্তু দর্শকের চাপে ১২ টি চলবে। শুক্রবার, শনিবার ও রবিবার এই তিনদিনই হাউজফুল গেছে।
মধুমিতা হলের ম্যানেজার রেজাউল করিম বলেন, ১১০০ আসনের মধুমিতায় মূলধারার ছবি বেশি চলে। কিন্তু দেবীর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল। শুক্রবার, শনিবার ডিসি হাউজ ফুল গেছে। বিশেষ করে ৩২৬ আসনে প্রতিটি শো ডিসিতে দর্শক ভালো যাচ্ছে।
শুক্রবার ও শনিবার ‘দেবী’র ১২ টি শো চালিয়েছে ব্লক বাস্টার সিনেমাস। রবিবার থেকে ১০টি করে শো চলবে। মাল্টিপ্লেক্স ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার বলেন, দেবী প্রদর্শন করে আমরা প্রচণ্ড খুশি। প্রতিটি শোতে দর্শকদের উপস্থিতি খুব ভালো। অগ্রিম টিকিটও বিক্রি হচ্ছে।
যশোর জেলার ঐতিহ্যবাহী সিনেমা হল মনিহারের ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, দেবী দেখতে আসছেন শিক্ষিত শ্রেণির দর্শক। যেটা অন্য ছবির ক্ষেত্রে তেমন পাই না। নিয়মিত যারা মনিহারে ছবি দেখেন সেসব দর্শক তুলনামূলক কম। তিনদিনে হাউজফুল শো পাওয়া যাইনি। তবে শিক্ষিত শ্রেণির দর্শক আসছেন প্রতিদিন। এখানে মোটামুটি চলছে।
বগুড়ার নবাববাড়ি সড়কে অবস্থিত সোনিয়া সিনেমা হল, যার আসন সংখ্যা প্রায় ৭০০। সেখানকার সোনিয়া সিনেমা হলের কর্মচারি সাইফুল ইসলাম বলেন, দেবীর হাউজফুল শো একটিও যায়নি। শাকিব খানের ছবি ছাড়া এখানে হাউজফুল হয়ও না। তবে দেবী দেখতে আপার ক্লাসের দর্শক আসছেন। তিনি বলেন, ৭০০ আসলের শো তে গড়ে ২৫০-৩০০ জন দর্শক দেবীর।
‘দেবী’তে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। সঙ্গে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আইচ প্রমুখ।
এদিকে জানা গেছে, গাজীপুরের চম্পাকলিসহ বেশ হলে ভালো যাচ্ছে ‘দেবী’। পর পর হাউজফুল শো যাচ্ছে শ্যামলী সিনেমা হলে।
দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাচ্ছে ‘দেবী’। এটি দর্শকদের উৎসাহ দিচ্ছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন।