Select Page

রাজনৈতিক সিনেমা নিয়ে এবারের মজমা

রাজনৈতিক সিনেমা নিয়ে এবারের মজমা

রাজনৈতিক সিনেমা কী? কিম্বা সিনেমা কখন পলিটিকাল হইয়া উঠে?

কেউ বলবেন, সব সিনেমাই রাজনৈতিক। এমনকি মুনাফা নিশ্চিত করার জন্য ফরমুলা মাইনা যেই চকচকে-চটকদার সিনেমা, সেইটাও। কারণ সেখানেও ঘাপটি মাইরা থাকে কোনো গোষ্ঠীর আইডিওলজি।

কিন্তু যে সিনেমা অডিয়েন্সকে খালি সহজপাচ‍্য ভাবরসে মজাইতে চায়, আর সমাজে বিদ্যমান শোষণ কিম্বা তার রাজনৈতিক অভিসন্ধি ঢাইকা রাখতে চায় ছলেবলে, শুধু আইডিওলজি থাকার কারণেই কি তারে পলিটিকাল সিনেমা বলা জায়েজ?

কেউ হয়তো বলবেন, রাজনৈতিক স্লোগান বা ঘটনা হাজির করলে সিনেমা পলিটিকাল হয়। আবার এমন সিনেমাও তো বাজারে হাজির আছে যা সিস্টেমের জরুরি/দরকারি সমস্যা মনে করায়া আপনার মধ্যে তৈরি করবে রাজনৈতিক সচেতনতা; কিম্বা অস্বস্তি।

তাইলে সম্পূরক প্রশ্ন জাগে মনে: সেই সিস্টেম-বিরোধী সিনেমার সাথে মুনাফাপিয়াসী বা স্লোগান-আয়াসী সিনেমার মিল বা তফাত কোথায়?

সিনেমাটিক ভাষা বা নির্মাণশৈলীর মাধ্যমে সিস্টেমের চিন্তাধারার বিপরীতে কিভাবে যাওয়া সম্ভব? কনটেন্ট ছাড়াও সিনেমার ফর্ম কেমনে সিনেমারে রাজনৈতিক কইরা তুলতে ভূমিকা রাখে?

* * *

বিড়ালপাখির এগারোতম মজমায় আমরা সিনেমা আর রাজনীতির জটিল সম্পর্কের খোসা ছাড়াবো, আলাপ করবো, ওপেন বয়ান মারফত। বয়ানে হাজির থাকবেন অধ‍্যাপক ড. নাদির জুনাইদ।

* * *

ড. নাদির জুনাইদ — ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক। পড়ান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এই বিভাগ থেকেই উচ্চশিক্ষার প্রথম পাঠ। ফলাফল সবখানেই প্রথম শ্রেণিতে প্রথম। কমনওয়েলথ স্কলারশিপ নিয়া গেছেন বিলাতে। দ্বিতীয় এমএ ডিগ্রি তাঁর ফিল্ম স্টাডিজে। লন্ডনের কিংস কলেজ থেইকা। তারপর এনডেভার স্কলারশিপে পিএইচডি করছেন অস্ট্রেলিয়ায়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেইকা। পিএইচডি গবেষণার বিষয়: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পলিটিকাল সিনেমা।

খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, সংগীত বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে। রাজনৈতিক এবং প্রথাবিরোধী সিনেমা নিয়া তাঁর প্রকাশিত বই তিনটা।

* * *

বিড়ালপাখির মজমা ১১.০
৫ মে। শুক্রবার। নিবন্ধন শুরু বিকাল ৪টায়।
সিনেপ্লেক্স, নিচতলা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা।
(আসন স্বল্পতায় শুধু আমন্ত্রিত অডিয়েন্সের জন‍্য উন্মুক্ত)

আসতে চাইলে আবদার করেন:

https://goo.gl/7OMwDk

#OpenBoyan #BiralpakhirMojma #Mojma11 #BiralpakhiCineClub #NotunKoiraShuru


মন্তব্য করুন