Select Page

রাফীর সিনেমায় সালমান শাহ ফ্যাক্টর, ‘তুফান’-এর সেট দেখে লাজবাব!

রাফীর সিনেমায় সালমান শাহ ফ্যাক্টর, ‘তুফান’-এর সেট দেখে লাজবাব!

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-এ সালমান শাহকে জড়িয়ে ছিলেন নায়ক চরিত্রের যোগসূত্র তৈরিতে। এবার নব্বই দশকের আবহে নির্মিতব্য ‘তুফান’-এ একই স্মৃতি ফেরালেন রায়হান রাফী

ছবির গল্প সম্পর্কে জানা না গেলেও সালমান ভক্তদের জন্য যে চমক থাকছে তা বোঝা গেল সেট ডিজাইনে।

প্রথমবারের মতো রাফীর পরিচালনায় অভিনয় করছেন শাকিব খান, এটাই ছিল অনেক বড় চমক। প্রযোজনা আছে ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে আছে ভারতের এসভিএফ। এরপর মারকুটে প্রথম পোস্টার। এবার এলো অমর নায়ক ফ্যাক্টর।

কিছুদিন আগে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফী। জানান সেখানকার রামোজী ফিল্ম সিটিতে ‘তুফান’-এর ব্যয়বহুল সেট তৈরি হতে যাচ্ছে। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট।

গতকাল মঙ্গলবার ছবির ডামি সেটের কিছু ছবি শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে বড়সড় আয়োজনের আভাস পাওয়া যায়।

তবে বাংলা সিনেমার ভক্তদের নজর কেড়েছে সিনেমা হলে সালমান শাহ ‘মহামিলন’ সিনেমার ব্যানারে। অবশ্য ওই ব্যানার মূল সিনেমার আদলে হয়নি, বরং ইউটিউব থ্যাম্বনেইল থেকে নকশাটি নেয়া। এ নিয়ে আপত্তি কারো কারো। কারণ ‘পোড়ামন ২’ সিনেমায় ব্যবহৃত ‘বিচার হবে’র ডিজিটাল ব্যানার পছন্দ করেননি খুঁতখুঁত দর্শক।

এবার আশা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক হবে। মূল সেট কি হুবহু ডামি সেটের মতো হবে? এ ধরনের এক প্রশ্নে নির্মাতা আদনান আল রাজীবকে ফেসবুকে রাফী হলেন, একই হবে।

আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে ‘তুফান’-এর শুটিংয়ের প্রস্তুতি চলছে। মাস খানেক আগে ছবির আনুষ্ঠানিক ঘোষণা এলেও শাকিব ছাড়া অন্য কলাকুশলীদের নাম প্রকাশ হয়নি।


Leave a reply