Select Page

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক মেহের আফরোজ শাওন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক মেহের আফরোজ শাওন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে আটক হয়েছেন অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তার বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কলকাতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে একটি বৈঠক উপস্থিত। সেখানে সশরীর ও ভার্চুয়ালি আওয়ামী সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। সেখানে দুই অভিনেত্রীর নাম রয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে হামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়ি এটি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন।

অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তাদের প্রেমের সম্পর্ক ধরেই গুলতেকিন খানের সঙ্গে এ লেখকের ছাড়াছাড়ি হয়।


Leave a reply