রিয়াজ-রাভিনা জুটির কথা
‘পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাব মরেই যাব
বাঁচাতে পারবে না কো’
এই তুমুল জনপ্রিয় গান দিয়ে রিয়াজ-রাভিনা জুটিকে খুব সহজে চেনা যায়। ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির এ গান সর্বত্র শোনা যেত। রেডিওতে তো প্রতিদিনই অসংখ্যবার বাজানো হত। বিয়েবাড়িতে রেগুলার লাউড স্পিকারে বাজানো হত।
রিয়াজ-রাভিনা জুটি ঢাকাই ছবির উল্লেখযোগ্য পার্ট। খুব বেশি জনপ্রিয়তা না পেলেও পরিচিতি ছিল ভালো।
মহম্মদ হান্নান-এর তিনটি ছবিতে পরপর দেখা গিয়েছিল-‘প্রাণের চেয়ে প্রিয়, সাবধান, দলপতি।’ তিনটি ছবির মধ্যে প্রথমটি ছিল ফ্যামিলি ড্রামা পরের দুটি অ্যাকশন ড্রামা।
‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবিটি মাল্টিস্টারার হলেও রিয়াজ-রাভিনা খুব সহজে লাইমলাইটে চলে এসেছিল। ‘পড়েনা চোখের পলক’ গানটি ছবিতেও বিয়ের অনুষ্ঠানে দেখানো হয়েছিল। বরপক্ষের কেউ গান জানে না বলে রাভিনা কটাক্ষ করলে দিলদারের খুব লাগে। রিয়াজ পিয়ানো বাজিয়ে শুরুটা করে। গানে নারীর রূপের বর্ণনার সাথে উপমার ব্যবহার আছে অসাধারণভাবে। এন্ড্রু কিশোরের সেরা গানগুলোর মধ্যে এটা অনায়াসে একটা। এমনকি গায়কীর দিক থেকেও। ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ এ গানটিও অনেক জনপ্রিয়। খালিদ হাসান মিলু-কনক চাঁপার অন্যতম সেরা গান। রিয়াজের জন্ম-পরিচয় নিয়ে ছবির মাঝখানে ড্রামার সৃষ্টি হলে ‘কি আমার পরিচয়’ গানটিতেও দুজনের স্যাড ভার্সনের অংশগ্রহণ অসাধারণ। এ জুটির উল্লেখযোগ্য ছবি ছিল এটা।
‘সাবধান’ অ্যাকশন ছবি। সমাজের প্রচলিত অন্যায়ের সাথে সহজ-সরল বেকার যুবকের অপরাধ জগতে জড়িয়ে পড়ার বাস্তবসম্মত ছবি। রিয়াজকে পাল্টে যাওয়া ইমেজে দেখা গেছে। রিয়াজ-রাভিনার ‘বাউলা রে বাউলা রে’ গানটা জনপ্রিয় ছিল। এ গানটিও তখন বিয়েবাড়িতে বাজানো হত লাউড স্পিকারে। গানে রিয়াজ-রাভিনার নাচ ছিল দুর্দান্ত। ‘তোমায় গড়েছে বিধাতা’ গানটিও শ্রুতিমধুর। এছাড়া ‘আমাকে তুমি বাঁচাতে পারো’ এ গানটিও জনপ্রিয়।
‘দলপতি’ একইভাবে সমাজের প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক যুবকের ছবি। রাভিনাকে রক্ষা করতে গিয়ে ডিপজলের অপরাধী চক্রের টার্গেট হতে হয় রিয়াজকে। পরে এলাকার মানুষকে সংগঠিত করে রিয়াজ হয় তাদের দলপতি। রাভিনাও রিয়াজের সাথে প্রতিবাদী হয়ে ওঠে।
রিয়াজ-রাভিনা জুটির আরো ছবি হতে পারত। জনপ্রিয়তা তৈরি হয়েছিল তাদের সেটাকে ধরে রাখতে পারলে কাজে দিত। তবে রিয়াজের সাথে তখনও শাবনূর, পূর্ণিমা-দের শক্ত জুটি অবস্থান করছিল বলেই রাভিনার সাথে বেশিদূর এগোয়নি। গানের দিক থেকে একটা জনপ্রিয়তা রয়েই গেছে তাদের।
‘পড়েনা চোখের পলক’ গানের প্যারোডি বের হয়েছিল ছবি মুক্তির পরে। গানটি স্কুলজীবনে অনেককে গাইতে দেখেছি। গানটির প্যারোডির ‘মুখ’ অংশটা মনে আছে-
‘পরে না নাকে নোলক
নাকটা যে বাংলার ঢোলক
দোহাই লাগে নাকটি তোমার
কেঁচি দিয়ে কেটে ফেলো
আমি জ্ঞান হারাব মরেই যাব
বাঁচাতে পারবে নাকো’….:-D