রূপালি গিটার ছেড়ে পরপারে আইয়ুব বাচ্চু
# কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও ব্যান্ড আইকন আইয়ু্ব বাচ্চু আর নেই
# রাজধানীর একটি হাসপাতালে আনার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
# বাংলা সিনেমায় তার অনেক গান রয়েছে
# ১৬ আগস্ট পালন করেছিলেন সর্বশেষ জন্মদিন
আর গাইবেন না ‘এই রূপালি গিটার ছেড়ে একদিন চলে যাবো দূরে’। জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কথা ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৭ অক্টোবর) রাতে এলআরবি ব্যান্ড নিয়ে রংপুরে সংগীত পরিবেশন করেছেন আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় ফেরেন। কিন্তু আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। সকাল ৮টার দিকে বাসায় ব্রেইন স্ট্রোক করেন তিনি। তড়িঘড়ি তাকে স্কয়ার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আনুমানিক সকাল ৯টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আশির দশকে আইয়ুব বাচ্চুই এদেশে প্রথম দ্বৈত এলবাম একত্রে প্রকাশ করে সঙ্গীত জগতে প্রকাশ করেন। নিজের ডাকনাম রবিন নাম নিয়ে বের করেন। এরপর বাংলা ব্যান্ডসঙ্গীতকে অন্য মাত্রায় নিয়ে যান।
‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। ‘আম্মাজান’সহ অনেক জনপ্রিয় সিনেমার গানে তাকে শোনা গেছে।
আইয়ুব বাচ্চু শুধু গায়ক ও বাদক হিসেবেই নয়, দেশের অনেক জনপ্রিয় গানের সুরও করেছেন তিনি।
নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবি ছাড়াও তার আগে তিনি সোলস এর সাথেও যুক্ত ছিলেন।
ষাটের দশকে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর জন্ম। গত ১৬ আগস্ট শেষ জন্মদিন পালন করেন।