‘লাইভ ফ্রম ঢাকা’ হলে ফেরাতে মানববন্ধন
‘লাইভ ফ্রম ঢাকা’ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আবারও প্রদর্শনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নতুন নির্মাতা, নতুন চলচ্চিত্র’ চলচ্চিত্র উৎসব প্লাটফর্ম। ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল বিকাল ৫টায় বসুন্ধরা সিটির সামনে হবে এই মানববন্ধন।
সারাবাংলার এক প্রতিবেদনে বলা হয়, কর্মসূচিকে সফল করার জন্য চলচ্চিত্রকর্মীদের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।
তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক ভালো সিনেমা এর আগেও নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা।’
মামুন আরও বলেন, ‘ছবিটি একমাত্র স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শন করেছে। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। একইসঙ্গে কিছু দায় তাদের নিতে হবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভালো দর্শক থাকা সত্ত্বেও ছবিটি নামিয়ে দেওয়া তাদের ঠিক হয়নি বলে মনি করি। ন্যূনতম দর্শক নিয়ে ছবিটি চালিয়ে গেলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হতো। কিন্তু সেটা তারা করেননি।’
ভবিষ্যতে এমন আরও কিছু ভালো ছবির ভাগ্যে যেন এমন কিছু না হয়, পরিচালক বা প্রযোজকদের যেন এভাবে অসম্মান না করা হয়, সেজন্য এমন কর্মসূচির প্রয়োজন আছে বলে মনে করেন বেলায়াত হোসেন মামুন। একইসঙ্গে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের পাশে পরিচলক সমিতি বা প্রযোজক সমিতি বা চলচ্চিত্রের আরও যারা আছেন, তাদের অসহোগিতার কথাও এই কর্মসূচি থেকে বলা হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে ‘লাইভ ফ্রম ঢাকা’ সিনেমার নির্বাহী প্রযোজক আদনান হাবীব সারাবাংলাকে জানালেন, স্টার সিনেপ্লেক্সে এক সপ্তাহের জন্য প্রদর্শনের চুক্তি হয়েছিল তাদের।
তাহলে কেন সিনেপ্লেক্সের সামনে এই মানববন্ধন? এমন প্রশ্নের উত্তরে আদনান বলেন, ‘এটা মূলত কর্মসূচি যারা দিয়েছেন, তাদের ঘোষণা। আর এই কর্মসূচিতে শুধু স্টার সিনেপ্লেক্স নয়, অন্যান্য সিনেমা হলেও যেন ছবিটি প্রদর্শিত হয়, সেই আহ্বানও জানানো হবে।’
লাইভ ফ্রম ঢাকা ছবিটি পরিচালনা করেছেন সাদ মোহাম্মদ। ছবিতে অভিনয় করেছেন মোস্তাফা মনোয়ার, তাসনুভা তামান্না, তানভীর আহমেদ চৌধুরী, মীর মোশাররফ হোসেনসহ অনেকে।
এর আগে ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিটি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার পায়। এছাড়া ছবিটি প্রদর্শিত হয়েছে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭১তম আসরেও।