লালচর দিয়ে শেষ
২০১৫ সালের শেষ সপ্তাহে মুক্তি পাবে নাদের চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র লালচর। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। আগামী ২৫ ডিসেম্বর সারাদেশে একযোগে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাজ। ফলে এই ছবি মুক্তির মধ্য দিয়েই ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা শেষ হতে যাচ্ছে।
লালচর চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন এবং চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মোহনা মীম। এই ছবির মাধ্যমেই মীমের অভিষেক হতে যাচ্ছে।
লালচর ছবিটি গত বছর সরকারী অনুদান পায়। এ বছরের শুরুর দিকে বেশ জাকজমকের সাথে ছবির মহরত অনুষ্ঠিত হয়। গত ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মার চর এলাকায় ছবিটির শ্যুটিং শুরু হয়।
লালচর ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলা, নাদের চৌধুরীসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
সূত্র: মানবজমিন