Select Page

‘লাল সালু’র পর সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ থেকে সিনেমা

‘লাল সালু’র পর সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ থেকে সিনেমা

‘লাল সালু’র জন্য বেশি পরিচিত হলেও সমালোচকেরা মনে করেন, সৈয়দ ওয়ালীউল্লাহর সেরা উপন্যাস হলো ‘চাঁদের অমাবস্যা’। সেই উপন্যাস নিয়ে একই নামে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র, সম্প্রতি পেয়েছেও সরকারি অনুদান।

কয়েক দিন আগে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপন থেকে জানা যায়, ‘চাঁদ অমাবস্যা’ নির্মাণের জন্য সর্বোচ্চ ৭০ লাখ টাকা অনুদান পাচ্ছেন জাহিদুর রহিম অঞ্জন।

এর আগে সরকারি অনুদানে অঞ্জন নির্মাণ করেন আখতারুজ্জমান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম ছবি ‘মেঘমল্লার’।

অস্তিত্ববাদী ঘরানায় মূল চরিত্র নির্মাণের জন্য বিখ্যাত ‘চাঁদের অমাবস্যা’।

ছবিটি নির্মাণ প্রসঙ্গে জাহিদুর রহিম অঞ্জন নিউজবাংলাকে বলেন, ‘আমরা শীতকালে সিনেমাটি নির্মাণ করব। উপন্যাসে যেহেতু শীতকালের বর্ণনা রয়েছে, আমরা সেটি ধরতে চাই। নভেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা আছে।’

পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজকের দায়িত্ব পালন করছেন অঞ্জন।

এর আগে ওয়ালীউল্লাহ’র ‘লালসালু’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন তানভীর মোকাম্মেল। ২০০১ সালের ছবিটি একাধিক জাতীয় পুরস্কার লাভ করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। আরও ছিলেন চাঁদনী ও মুনিরা ইউসুফ মেমী।


Leave a reply