Select Page

‘শঙ্খধ্বনি’র ঝুলিতে আরো একটি অনুদান

‘শঙ্খধ্বনি’র ঝুলিতে আরো একটি অনুদান

kamar-ahmad-simonসরকারি অনুদানের পর তরুণ নির্মাতাদের কাছে অন্যতম বার্লিনের ওয়ার্ল্ড সিনেমা ফান্ড (ডব্লিউসিএফ) জিতেছে কামার আহমাদ সাইমনের ‘শঙ্খধ্বনি’। এর আগে ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবের লা ফেব্রিক সিনেমা দু মঁদ-এ জায়গা করে নিয়েছিল সিনেমাটির চিত্রনাট্য।

বিশ্বের যেসব দেশে চলচ্চিত্রশিল্প এখনো দৃঢ় অবস্থানে পৌঁছায়নি, সেসব দেশের সম্ভাবনাময় প্রতিভাবান নির্মাতাদের ছবি অর্থায়ন করে জার্মানির বার্লিন চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ফান্ড।

“কামার আহমাদ সাইমনের ‘শঙ্খধ্বনি’ ছবির প্রকল্পটি নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। গল্পের মান ও দৃশ্যায়ন— দুটি দিক থেকেই আমরা মনে করি এটি দারুণ সম্ভাবনাময় একটি ছবি।”— ‘শঙ্খধ্বনি’ সম্পর্কে বলেছেন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের প্রকল্প ব্যবস্থাপক ভিনচ্যানসো বুয়োনো।

‘বার্লিনের মতো উৎসব থেকে স্বীকৃতি একটা বাড়তি চাপ, কাজটা আর আঞ্চলিক পর্যায়ে দেখার সুযোগ থাকে না।’ ওয়ার্ল্ড সিনেমা ফান্ড জয়ের পর বলেছেন কামার আহমাদ সাইমন।

‘শঙ্খধ্বনি’র গল্প বা ভাবনা নিয়ে আগেভাগেই বেশি কিছু বলতে নারাজ এই নির্মাতা। সাইমন শুধু বললেন, ‘একান্ত ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আর অনুভূতি থেকে এই ছবি। ছবিতে আছে আমার হারিয়ে যাওয়া খুব কাছের কিছু মানুষ। ছবির প্রতিটি চরিত্র আমার খুব কাছ থেকে দেখা।’

প্রামাণ্যচিত্র ‘শুনতে কি পাও!’-এর মাধ্যমে সাইমন দেশ-বিদেশে প্রশংসা পান। বাংলাদেশে জিতে নেন জাতীয় পুরস্কার।

সুত্র : প্রথম আলো


Leave a reply