শমী কায়সারের প্রতি অনুদান কমিটির পক্ষপাত ছিল?
সম্প্রতি অনিয়মের অভিযোগ উঠে ২০১৮-১৯ অর্থবছরের অনুদান নিয়ে। যার জেরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু-সহ অনুদান কমিটির চার সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অনুরোধে সিদ্ধান্ত থেকে সরে আসেন।
তবে অনুদান কমিটির সর্বশেষ বৈঠকে শমী কায়সার প্রযোজিত সিনেমাকে অনুদানের ঘোষণা দিলে আরেক দফা বিতর্ক ওঠে। এর মাঝে ‘অনুদানের জন্য আবেদন করেননি’ শমীর এমন মন্তব্যে আলোচনা তৈরি হয়।
এই বিতর্কের রেশ ধরে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সারাবাংলাকে বলেন, ‘শমী এ কথা বলেছেন জানতে পেরে আমরা বিব্রত হয়েছি। কিন্তু শমীর স্বাক্ষরসহ আবেদন তো আমরা পেয়েছি। চিত্রনাট্যটি খুবই ভালো, তাহলে কেন আমরা অনুদান দেব না। আর শমী কেন বললো সে আবেদন করেনি, সেটা শমী কায়সার ভালো বলতে পারবেন।’
‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবির জন্য অনুদান পেয়েছেন শমী। তার বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সারকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন ওয়াহিদ তারেক। তবে নাম পরিবর্তন হতে পারে।