শর্ত দিয়ে ক্যামেরার সামনে ফিরলেন শেহজাদ খান বীরের বাবা-মা?
অনেকদিন ধরে শাকিব খান ও শবনম বুবলীর প্রেম, বিয়ে ও সন্তানের গুঞ্জন ছিল ঢালিউডে। সম্প্রতি ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে এনে সে খবর মেনে নিলেন দুজন। এর মাঝে ‘ডিভোর্স’সহ নানা গুঞ্জন থাকলেও আমরা শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘নিরাপদ গুঞ্জনটি’ শেয়ার করছি পাঠকদের সঙ্গে।
যৌথ ঘোষণার পর হন্য হয়ে খুঁজেও শাকিব-বুবলীকে পাননি সংবাদমাধ্যম। তবে আজ শনিবার (১ অক্টোবর) সকাল সকাল রোমান্টিক গানের শুটিংয়ের জন্য ঢাকার একটি হোটেলে হাজির হন তার।
এমনও বলা হচ্ছে, তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ হতে যাচ্ছে তাদের শেষ সিনেমা।
বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ছবিটি প্রায় ৯ মাস আটকে ছিল দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলির মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় গানটির শুটিং করা সম্ভব হচ্ছিলো না। সূত্র বলছে, এই কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান। আর কাছাকাছি হতে গেলে দুজনকেই মানতে হয়েছে কিছু শর্ত। যে শর্তে ছিল স্ত্রী হিসেবে বুবলী আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে শাকিব খানকে। তবে বুবলীর প্রতি শাকিব খানের শর্ত কী ছিলো, সেটি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বিয়ে বা বিচ্ছেদ ইস্যুতে বুবলীর মুখ না খোলা!
পরিচালক তপু খান আগেই জানিয়েছিলেন, ‘লিডার’র সব কাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি ছিল। তারই শুটিং চলছে এখন। টানা দুদিন কাজ করে ক্যামেরা ক্লোজ হবে এই ছবির।
‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।