Select Page

শাকিবই এখন সাফটার তুরুপের তাস!

শাকিবই এখন সাফটার তুরুপের তাস!

বাংলাদেশে যৌথ প্রযোজনার ‘শিকারি’ ও ‘নবাব’ সফলতার পর কলকাতার নির্মাতা-প্রযোজকরাও শাকিব খানের প্রতি দারুণ আগ্রহী। তবে তারা যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে ভারতে সিনেমা বানিয়ে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দিতে চান।

গত দুই বছরে কলকাতার ইন্ডাস্ট্রিতে শাকিব পরিচিত মুখ। তা সত্ত্বেও বাংলাদেশের মতো জনপ্রিয় নন তিনি। তাকে মূলত ভারতীয় লগ্নি ঢাকায় প্রবেশের তুরুপের তাস হিসেবেই দেখছেন তারা। কারণ, তাদের নায়কদের সিনেমাও বাংলাদেশে সেভাবে চলছে না।

ভারতীয় প্রযোজকদের কাছে আগে ভরসা ছিল যৌথ প্রযোজনা। তবে নতুন নিয়মাবলী যুক্ত হওয়ায় এই পদ্ধতিতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। তাই আপাতত শাকিবকে নিয়ে নির্মিত ছবি বাংলাদেশে আসবে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পাদিত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সাফটার আওতায়।

অর্থাৎ, শাকিবকে নিজের দেশের দর্শকরা দেখবেন আমদানি করে! তবে যে চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন শাকিব নিজেও সেই চুক্তিতেও তারই গা ভাসানো দেখে মুখ টিপে হাসছেন অনেকেই।

তবে, শাকিব বলতেই পারেন মূলত ‘হিন্দি’র আগ্রাসন নিয়ে ছিল আন্দোলন। তা সত্ত্বেও কলকাতার ‘আগ্রাসনের’ দায় তিনি এড়াতে পারবেন না। কারণ যৌথ প্রযোজনায় নতুন নীতিমালায় অনিয়মের সুযোগ না থাকায় এমনটা করছেন ভারতীয় লগ্নিকারকরা।

এদিকে চলচ্চিত্রপাড়ায় চলছে শাকিবের কলকাতায় স্থায়ী হওয়ার গুঞ্জন। কারণ, আবাসন ব্যবস্থার সুবিধার্থে এবার কলকাতাতে ফ্ল্যাট কিনছেন বলে শোনা যাচ্ছে।

দেশীয় প্রযোজনায় ‘নোলক’ বা ‘সুপার হিরো’ ছাড়া উল্লেখ করার মতো কোনো ছবি নেই শাকিবের হাতে। শাপলা মিডিয়ার কিছু ছবি তার হাতে থাকলেও ‘আমি নেতা হবো’র মান তাতে পানিই ঢেলেছে।

তবে হাতে আছে কলকাতার বড় বাজেটের কিছু ছবি। যা দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে ভারতীয় প্রযোজক, পরিচালক ও নায়িকারা।


Leave a reply