Select Page

শাকিবের এক কথায় ছবি করতে রাজি নারগিস ফাখরি

শাকিবের এক কথায় ছবি করতে রাজি নারগিস ফাখরি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে শনিবার রাতে টিএম ফিল্মসের নাম ঘোষণা হলো। গান বাংলা চ্যানেল সংশ্লিষ্ট টিএম প্রডাকশনের নতুন উইন্ডো এটি।

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত অনুষ্ঠানে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, পরিকল্পনা জানাতে ফোন করলেই শাকিব খান জানান যে কোনো সময় শিডিউল দিতে রাজি।

মিউজিক ফর পিস শিরোনামের ওই অনুষ্ঠানে ছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি।

অনুষ্ঠানের একপর্যায়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সিয়ামসহ অন্য তারকাদের মঞ্চে ডাকা হয়। সবার মত প্রকাশ শেষে শাকিব চোখ নাচিয়ে  নারগিসকে জিজ্ঞেস করেন, তার সঙ্গে অভিনয়ে রাজি আছেন কিনা। নারগিসও হ্যাঁ বলেন। পুরো নাটকীয়তায় সবাই হেসে উঠেন। তবে ছবি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে বাংলা চলচ্চিত্র নিয়ে শাকিব  স্বপ্নের কথা একদফা জানান।

ইতিমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নারগিস ফাখরি। বললেন, “এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।”

পরবর্তীতে টিএম ফিল্মস এর যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মস এর জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।

নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, “নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো।”

পাশে দাঁড়ানো নারগিস ফাখরিকে প্রশ্ন ছুঁড়ে দেন শাকিব, “রাইট ফাখরি?” নারগিস ফাখরি সম্মতিসূচক মাথা নাড়েন।

তাপস জানান, শিগগিরই ছবির ঘোষণা আসবে। ২০২০ সাল থেকে পরপর ছবি আসবে।

আরও উপস্থিত ছিলেন জাকিয়া বারী মম, ফেরদৌস, রিয়াজ, নাঈম, তাসকিন, পরী মনি, বুবলি, আইরিন, সাইমন ও নিরব।

তারকাদের মধ্যেই প্রত্যেকেই মঞ্চে দাঁড়িয়ে টিম ফিল্মসের এই প্রযোজনায় আসাকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানান। তারা বলেন, গানকে যেভাবে নতুন করে জাগিয়েছে ‘গান বাংলা’র কৌশিক হোসেন তাপস, একইভাবে তিনি সিনেমা প্রযোজনা করে বাংলা চলচ্চিত্রলে সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।

তাপস ছাড়াও গান পরিবেশন করেন ভারতের কৈলাশ খের ও অদিতি সিং শর্মা।

টিএম ফিল্মস প্রতিশ্রুতি দেয় দেশের সব তারকাশিল্পীদের সিনেমা বানাবে।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  আর সবার মধ্যমনি হয়েছিলেন গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী।


Leave a reply