Select Page

শাকিবের বিরাম নেই

শাকিবের বিরাম নেই

shakib-khan-2

শাকিব খানের ব্যস্ততার শেষ নেই। তিনি যে নাম্বার ওয়ান নায়ক! বিস্তর ছুটোছুটি থেকে তারই প্রমাণ মিলছে। সম্প্রতি এ তারকা শুটিং করেছেন ভারতের হায়দ্রাবাদে। সেখান থেকে ছুটলেন ব্যাংককে।

হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিসহ বিভিন্ন লোকেশনে টানা বেশ কয়েকদিন শুটিংয়ের পর ব্যাংকক যাবেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। হায়দ্রাবাদে তিনি শুটিং করবেন সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির। এই ছবিতে তার নায়িকা জয়া আহসান।

এই ছবির শুটিং শেষ করে ব্যাংকক যাবেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু- দ্য পাওয়ার’ ছবির শুটিং করতে। এই ছবিতে তার নায়িকা অপু বিশ্বাস ও ববি। দুই আউটডোরে শাকিব টানা ২০ দিন থাকবেন বলে জানা গেছে। দুটি ছবিই আসন্ন কোরবানি ঈদকে লক্ষ্য করে নির্মাণ হচ্ছে। সূত্র : মানবজমিন।


১ Comment

Leave a reply