Select Page

শাকিব খানের প্রশ্নবোধক আন্দোলন

শাকিব খানের প্রশ্নবোধক আন্দোলন

shakib-khan1

ফের ভারতীয় সিনেমা আমদানি নিয়ে তোলপাড় হচ্ছে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এ আন্দোলনে শরীক হয়েছেন শিল্পী সমিতির সভাপতি ও এক নাম্বার নায়ক শাকিব খান। তিনি ভারতীয় সিনেমা নিয়ে কড়া বক্তব্য দিলেও গা বাঁচালেন যৌথ প্রযোজনার সমালোচনা থেকে।

শুক্রবার থেকে ভারতীয় সিনেমা ‘কেলোর কীর্তি’ নামে কলকাতার একটি ছবি বাংলাদেশে প্রদর্শিত হওয়ার কথা ছিল। আদালতের নিষেধাজ্ঞার কারণে সেটা স্থগিত হলেও বুধবার বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শনীর বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আয়োজিত মানববন্ধনে হাজির হন শাকিব।

সেখানে তিনি বলেন, ‘বিনিময়ের নামে আমাদের অসম প্রতিযোগিতার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কলকাতার নতুন একটি ছবি আমাদের এখানে মুক্তি দিচ্ছে। আর কলকাতার ব্যবসায়ীরা আমাদের দেশের পুরনো একটি ছবি নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে তারা দু-একটা হলে আমাদের ছবি চালাচ্ছেন। তাদের ছবি আমাদের দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। আমরা এর আগে তথ্যমন্ত্রী, তথ্যসচিবের সঙ্গে একাধিকবার বসেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু কোনো কিছু পরোয়া না করে এরই মধ্যে ওদের ছবি আমাদের দেশে চলে এসেছে। আমরা চাই এর স্থায়ী সমাধান। যেখানে কলকাতা পাঁচ কোটি টাকার ছবি বানায়, সেখানে আমাদের দেশের ৫০ লাখ টাকার ছবি প্রতিযোগিতায় নামলে সেটি অসম প্রতিযোগিতা হবে।’

কিন্তু সাম্প্রতিক সময়ের বিতর্কিত যৌথ প্রযোজনা নিয়ে কার্যত চুপই ছিলেন তিনি। শুধুমাত্র বলেন, যৌথ প্রযোজনা যেন যৌথ প্রতারণা না হয়।

কলকাতার ছবির বিরুদ্ধে শাকিবের এমন প্রকাশ্য প্রতিবাদে অনেকে তার প্রশংসা করেছেন। কিন্তু পাশাপাশি তার সমালোচনা করতেও ছাড়েননি। বলা হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে ব্যাপক অনিয়ম রয়েছে। এ ছবিটির পরিচালকের নামের ব্যাপারেও অনিয়ম করা হয়েছে। ছবিতে শাকিব খান অভিনয় করেছেন। তিনি নিজেও জানেন পরিচালক কে? অথচ ছবির প্রচারণা ও সেন্সর সার্টিফিকেটের মধ্যে পরিচালকের নামের মিল ছিল না। এছাড়া ‘শিকারি’র গল্প ও কাহিনীতে বাংলাদেশ বা বাংলাদেশের তারকারা খুব একটা জায়গা পাইনি। অথচ বলা হচ্ছে এ সিনেমার লগ্নির ৭০ ভাগ জাজ মাল্টিমিডিয়ার। কিন্তু এ সব নিয়ে শাকিব খান মুখ খোলেননি।

তাই উঠে এসেছে পুরনো অভিযোগ। অনেকেই বলছেন, নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে শাকিব বরাবরই চুপ থেকেছেন, অন্যথা হলে মুখ খুলেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই অবাক হননি কেউ!

সূত্র : যুগান্তর


Leave a reply