শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয়, প্রতিক্রিয়ার জবাবে যা বলছেন মাহিয়া মাহি
আধুনিক তরুণীর চরিত্রে প্রথমবার পর্দায় আসেন মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমায়। এরপর গ্রামীণ চরিত্র থেকে সাংবাদিক বা পুরোদস্তুর অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের সাম্প্রতিক অনুজ্জ্বল সময়ে তাক লাগিয়ে দিলেন শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। আগের সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানকে বয়োবৃদ্ধের চরিত্রে হাজির করেছিলেন এ নির্মাতা, এবারও দর্শকদের সামনে একই চমক এনেছেন। সেই চরিত্রে ছিলেন মাহি। ‘রাজকুমার’-এর নির্মাণকালেই মাহির ক্যামিও রোলের কথা ফাঁস হয়। তবে সিনেমা মুক্তির আগে সংশ্লিষ্টরা কেউ এ বিষয়ে মন্তব্য থেকে বিরত ছিলেন।
শাকিব খানের ৬৫ বছর বয়সী মায়ের ভূমিকায় মাহির অভিনয় নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সঙ্গে নায়িকার মেকআপ নিয়েও কথা উঠেছে।
এ বিষয়ে ‘অগ্নি’ তারকা বললেন, ‘অনেকেই তো প্রশংসা করছেন। দু-একজন নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু শুটিংয়ের সময় এই মেকআপ আমার কাছে সমস্যা মনে হয়নি।’
শুরুতে লোকেশন হিসেবে গাজীপুর ভাবা হলেও মাহির অংশের শুটিং হয় রাঙামাটির সাজেকে। ভারত থেকে আনা হয়েছিল মেকআপশিল্পী। মাহি জানিয়েছেন, মেকআপ নিতে সময় লাগত আড়াই ঘণ্টা, তুলতেও আড়াই ঘণ্টা।
নায়িকা হয়ে নায়কের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি গতানুগতিকতা থেকে বের হয়ে যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকা যদি শাহরুখের মায়ের চরিত্র করতে পারেন, আমি কেন শাকিবের মায়ের চরিত্র করতে পারব না? তা ছাড়া পরিচালক জেনে-বুঝেই আমাকে এই চরিত্রে কাস্ট করেছেন।’ খবর আজকের পত্রিকা।