
শাকিব খান থাকলেই লাইক-কমেন্টের বন্যা, শ্রীলঙ্কাযাত্রায় দেখা গেল আরেকবার
সিনেমার শুটিংয়ের সঙ্গে নির্দিষ্ট দেশের প্রতি মানুষের আকর্ষণ তৈরি বা পর্যটন যোগাযোগের সম্পর্ক রয়েছে। এ কারণে বিভিন্ন দেশের সংস্থাগুলো বিষয়টি নিয়ে সচেতন। সম্প্রতি শাকিব খানের শ্রীলঙ্কাযাত্রায় তা-ই ঘটল। দেশটির পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা লঙ্কান এয়ারলাইনস এ তারকার ছবি পোস্ট করেছে নিজেদের ফেসবুক পেজে।

এটা সবার জানা যে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। এই সিনেমার শুটিংয়ের জন্য গত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গেছেন এই অভিনেতা।
লঙ্কান এয়ারলাইনস ফেসবুক পেজে শাকিব-রাফীর ছবি শেয়ার করে লেখে, বাংলাদেশের শীর্ষস্থানীয় সুপারস্টার শাকিব খান ও প্রশংসিত পরিচালক রায়হান রাফী তাদের সর্বশেষ চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর শুটিংয়ের জন্য ১৬ মে ইউএল ১৯০-তে আমাদের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় এসেছে। তাদের সঙ্গে ভ্রমণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিতভ আশা করি আমাদের সঙ্গে আপনার ভ্রমণটি স্মরণীয় ছিল।
আরেকটি ছবিতে উড়োজাহাজের দুই নারী কর্মীর সঙ্গে দেখা যায় শাকিব খানকে।
শাকিবকেন্দ্রিক যেকোনো কিছুতেই ভক্তদের আলাদা আগ্রহ থাকে। এই পোস্টেও তা দেখা গেল। লঙ্কান এয়ারলাইনসের সর্বশেষ পোস্টগুলোয় রিয়্যাক্টের সংখ্যা হাজারের নিচে হলেও দুইদিনে শাকিবের ছবিতে ছয় হাজার ছাড়িয়ে গেছে। মন্তব্য দেখা গেছে ৮৫০ এর বেশি।
এর আগে শাকিব অভিনীত ‘দরদ’ সিনেমার গান ইউটিউবে প্রকাশ করে ভারতের টি-সিরিজের আঞ্চলিরক একটি চ্যানেল। সেই চ্যানেল ও এর ফেসবুক পেজ রাতারাতি এ তারকার ভক্তদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।

জানা গেছে, শ্রীলঙ্কায় ‘তাণ্ডব’-এর গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন শাকিব। প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন তিনি, সঙ্গে থাকছেন নায়িকা সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা। শোনা যাচ্ছিল, সিনেমাটির শেষ লটের শুটিং ভারতের হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবেশীদের সঙ্গে দেশটির বৈরি আচরণের কারণে তা সম্ভব হয়নি।
গেল মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’-এর শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমার ৭০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। আজ একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। তবে দুটো লুকই ভারতীয় তারকাদের অনুকরণে তৈরি বলে, সমালোচনা রয়েছে। আগামীকাল প্রকাশ হবে প্রথম ভিডিও ঝলক।
‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।