শাকিব খান ম্যানেজড!
‘শিকারী’র শুটিং শেষে লন্ডন থেকে ফিরে একদিনের ব্যবধানে শুক্রবার কলকাতায় গেলেন শাকিব খান। তা নিয়ে ঢালিউডে শোনা যাচ্ছে নানা ধরনের গুজব।
এসকে মুভিজের পর এবার নাকি কলকাতার অন্যতম প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের এক নম্বর নায়ক।
সূত্র জানায়, আপাতত ভেঙ্কটেশের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন। শুটিং শুরু হচ্ছে ১৭ জুন। এরপর নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সঙ্গে আরো তিনটি সিনেমা বানাবেন। পুরো ব্যাপারটির দেখভাল করছেন ‘মেন্টাল’ পরিচালক শামীম আহমেদ রনি। প্রথম সিনেমাটির পরিচালনার ভারও দেওয়া হচ্ছে তাকে।
আরো শোনা যাচ্ছে, যৌথপ্রযোজনার পাশাপাশি কলকাতায় নির্মিত চলচ্চিত্রগুলো দেশের হলে মুক্তি দিতে চাইছে শ্রী ভেঙ্কেটশ। যার প্রথম ধাপ হিসেবে আসছে ঈদেই বাংলাদেশের সিনেমা হলে দেব-অঙ্কুশ অভিনীত ‘প্রেমের গোলমাল’ নামে একটি ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা। এ ছবির বিপরীতে কলকাতায় মুক্তি পেতে পারে শাকিবের সিনেমা। ধাপে ধাপে শ্রী ভেঙ্কেটশের ৪ ছবি আসবে বাংলাদেশে।
আরো শোনা যাচ্ছে, ‘শিকারী’র সূত্র ধরে এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার কয়েকটি সিনেমায় শাকিবকে দেখা যাবে।
এ সব খবর সত্য হলে, দেশীয় প্রযোজনায় দেওয়ার মতো সময় রাখছেন না শাকিব। অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা না করার গুজব এতে আরো শক্ত ভিত্তি পাচ্ছে।
বেশ আগে থেকেই বাংলাদেশের বাজারে প্রবেশে তোড়জোর করছিল শ্রী ভেঙ্কটেশ। এবার শাকিবের সূত্রে তা পাকাপাকিভাবে হচ্ছে বলে অনেক আশঙ্কা জানান।
এদিকে জাজের হাত ধরে বাংলাদেশের বাজারে শক্ত হয়ে বসেছে আরেক প্রতিষ্ঠান এসকে মুভিজ। তবে এফডিসি কেন্দ্রিক নির্মাতা-প্রযোজকদের সঙ্গে জাজের বিরোধ প্রথম থেকে লেগেই আছে। সেদিক থেকে শিল্পী সমিতির সভাপতি শাকিব খানকে পেয়ে খুশি শ্রী ভেঙ্কটেশ। ইতোমধ্যে জাজের ‘শিকারী’তে অভিনয় করেছেন শাকিব। তা নিয়ে একচোট বিতর্ক হয়েছে। এখন দেখার বিষয়, শ্রী ভেঙ্কটেশের সঙ্গে সংযুক্তিতে জাজের প্রতিক্রিয়া কী হয়!
শাকিবের দৌড়ঝাঁপে অবাক হয়েছেন অনেকে। বলছেন কথার বরখেলাপ। কারণ উপমহাদেশীয় ভাষার সিনেমা আমদানির প্রতিবাদে বছর দেড়েক আগে কাফনের কাপড় পরা মিছিলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া বরাবরই যৌথ প্রযোজনার বিরুদ্ধে বলে এসেছেন। জানিয়েছেন, দেশের স্বার্থ আগে।
এখন দেখার বিষয় কোনো স্বার্থ কীভাবে রক্ষিত হয়! শাকিবই বা কলকাতা থেকে ফিরে কী বক্তব্য দেন।