Select Page

শাকিব-মাহি ছাড়াই আই থিয়েটারের উদ্বোধন

শাকিব-মাহি ছাড়াই আই থিয়েটারের উদ্বোধন

শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘নবাব এলএলবি’। ছবিটি দিয়ে হবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারের যাত্রা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আই থিয়েটারের উদ্বোধন হয় রাজধানীর পাঁচতারকা হোটেলে। কিন্তু উপস্থিত ছিলেন শাকিব-মাহি বা স্পর্শিয়া।

এ নিয়ে শোবিজ ও তারকাদের ভক্তদের মাঝে চলছে গুঞ্জন। এর আগে পত্রিকা মারফত ‘নবাব এলএলবি’ নির্মার্ণে অব্যবস্থাপনা নিয়ে মুখ খোলেন শাকিব ও মাহি। তারা জানান, বারবার শিডিউল নিয়েও অনন্য মামুন গত দেড় মাসে সিনেমাটি শেষ করতে পারেননি।

তবে অনুষ্ঠানে শাকিব-মাহির অনুপস্থিত নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সেখানে জানানো হয়, ‘নবাব এলএলবি’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ ডিসেম্বর। আই থিয়েটারে বিজয় দিবসের সন্ধ্যা থেকে সিনেমাটি দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

আই থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ফিল্ম আরকাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নন্দিত অভিনেতা তারিক আনাম খান, তার স্ত্রী অভিনেত্রী নিমা রহমান, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অনন্য মামুন, আই থিয়েটারের চেয়ারম্যান আজমত রহমান, চিত্রনায়িকা ববি ও পূজা চেরিসহ অনেকে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আই থিয়েটারের যাত্রার মাধ্যমে চলচ্চিত্রের নতুন দুয়ার উন্মোচিত হলো। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে যে মুক্তি হয়ে যাবো বিষয়টা এমন নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে আগে ১২শ’র বেশি সিনেমা হল ছিল, যেটা কমতে কমতে দেড়শ’তে নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় ৬৪টি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যেখানে প্রতিটিতে একটি করে সিনেপ্লেক্স থাকবে। এছাড়া সিনেমা নির্মাণের জন্য খুব স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য সরকার কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তা কার্যকর হবে।

নির্মাতা অনন্য মামুন বলেন, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে আই থিয়েটারের যাত্রা শুরু হলো। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মে ‘নবাব এলএলবি’ মুক্তি দিচ্ছি ১৬ ডিসেম্বর। এছাড়া কেউ যদি চান তার সিনেমা আমাদের প্ল্যাটফর্মে চুক্তি সাপেক্ষে মুক্তি দিতে পারবেন।

‘নবাব এলএলবি’ ছাড়াও মামুন পরিচালিত ‘মেকআপ’ ও ‘সাইকো’ সিনেমাও আই থিয়েটারে মুক্তি পাবে।


মন্তব্য করুন