Select Page

শাবনূরের ‘প্রায় সব সিনেমা’ চয়নিকা চৌধুরীর দেখা

শাবনূরের ‘প্রায় সব সিনেমা’ চয়নিকা চৌধুরীর দেখা

চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’ নামের সিনেমায় জুটি বাঁধবেন শাবনূর মাহফুজ আহমেদ। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন নায়িকা ও সংশ্লিষ্টতা। এ বিষয়ে দীর্ঘ পোস্ট দিয়েছিলেন টিভি পর্দা থেকে জনপ্রিয়তা পাওয়া নির্মাতা চয়নিকা। যেখানে জানান, শাবনূরের প্রায় সব সিনেমায় তার দেখা।

তিনি বলেন, ‘তার সব সিনেমাই প্রায় আমার দেখা। তিনি ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে অবশ্যই অনেক বড় একটা জায়গায় বসে আছেন এখনো। তা বলার অপেক্ষা রাখে না। তিনি একজন ব্র্যান্ড তারকা। একজন সুপারস্টার নিঃসন্দেহে।’

অনেকটা নীরবেই তিন বছর পর অস্ট্রেলিয়া থেকে ৩০ নভেম্বর রাতে দেশে ফেরেন শাবনূর। এরপর ২ ডিসেম্বর দুপুরে চয়নিকার সঙ্গে দেখা প্রথমবার।

চয়নিকা বলেন, ‘তিনি যে এত বড় তারকা পাশাপাশি এত বিনয়ী এটা ফিল করেছি যেইদিন অষ্ট্রেলিয়াতে তিনি প্রহেলিকা দেখে আমাকে কলই শুধু করেননি, একটা দারুণ লেখাও লিখেছিলেন তার নিজের প্রোফাইলে। মাহফুজ আহমেদ বলেছিলেন,অভিনয়ের পাশাপাশি তার ব্যবহারের কথা। একদম ঠিক বলেছেন মাহফুজ আহমেদ।’

‘যতবার তার সাথে দেখা হয়েছে,তার ব্যবহার আচার-আচরণে মুগ্ধ হয়েছি। তার ব্যাবহার দেখে মনে হয়েছে আমি তার কত্ত আপন! কত আগের চেনা। প্রতিটি মুহূর্তে ভালোবাসা, সম্মান পেয়েছি, পাচ্ছি। মানুষ যত বড় হয়,ততই বিনয়ী হয়। আসলেই ওল্ড ইজ গোল্ড।’

‘মাতালহাওয়া’ সিনেমাটির গল্প ভাবনা মাহফুজ আহমেদের, আর লিখেছেন রায়হান খান।

চয়নিকা বলেন, ‘চার মাস ধরে স্ক্রিপ্টের কাজ চলছিল পুরোদমে। কখনো রাত ভোরও হয়ে গিয়েছিল। গল্প ও ফুল স্ক্রিপ্ট পড়া হলে দেখি সবার চোখ ছলছল করছে। আর আমার চোখ দিয়ে জল পড়ছে। আহা!তিনি মানে এই অভিনয়শিল্পী  এক কথায় স্ক্রিপ্ট-গল্প পছন্দ করলেন।’

‘মাতাল হাওয়া’ শুটিং ফ্লোরে নিতে তাড়াহুড়ো নেই বলে জানান এ নির্মাতা। শাবনূর প্রস্তুত হলেই তারা শুটিং শুরু করবেন।

মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান শাবনূর। দেড় যুগ চলচ্চিত্রে একটানা অভিনয় করেছেন। এরপর অনিয়মিত। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‌‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরে এলেও আজ পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ছিল তার যত ব্যস্ততা। নিজের প্রতি নজর দিতে পারেননি। তবে এ বছর সিনেমায় ফেরার বিষয়টি যখন জোরেশোরে আলোচনা হয়, তখন নিজের ফিটনেসেও নজর দিয়েছেন শাবনূর। জানা গেছে, পুরোপুরি ফিট হতে সময় লাগবে কয়েক মাস।

‘মাতাল হাওয়ার’র গল্প ও চরিত্র নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন শাবনূল ও চয়নিকা চৌধুরী। একাধিকবার তারা বসেছেনও।

এ বিষয়ে প্রথম আলোকে শাবনূল বলেন, ‘আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ, তা–ও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না। কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিটায় খেয়াল রাখতে হবে।’


Leave a reply