শিগগিরই মুক্তি পাচ্ছে না রায়হান রাফীর ‘আন্ধার’
শোনা গিয়েছিল, ডিসেম্বরে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। কিন্তু সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে, সিনেমাটি মুক্তি পেতে বছর খানেক সময় লাগতে পারে। গত মাসে শুটিং শেষ হলেও এখন ভিএফএক্সের দোহাই দিচ্ছেন রাফী। স্পেশাল ইফেক্টে ৮-৯ মাস লাগলে ধরে নেয়া য়ায় আগামী বছরের শেষ নাগাদ মুক্তি পাবে সিনেমাটি।

দুই ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে তৈরি হচ্ছে ‘আন্ধার’। এতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। এছাড়া এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
গত সোমবার রাতে গিক মিথ নামের ফেসবুক শোর বিশেষ পর্ব থেকে ‘আন্ধারের’ আনুষ্ঠানিক ঘোষণা আসে। ভার্চুয়াল এ আড্ডায় উপস্থিত ছিলেন গল্পকার ও প্রযোজক শাকিব চৌধুরী, নির্মাতা রায়হান রাফী, অভিনেতা চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, মোস্তফা মনওয়ার, অভিনেত্রী আফসানা মিমি, নাজিফা তুষি ও চিত্রনাট্যকার আদনান আদিব খান।
সেখানে সিনেমাটি নিয়ে কথা বলেন তারা। নির্মাতা জানান, ইতিমধ্যে শেষ হয়েছে আন্ধারের শুটিং।
রায়হান রাফী বলেন, ‘কখনো ভাবিনি, আমি অন্য কারো গল্প নিয়ে কাজ করব। এই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করলাম। মুগ্ধ হয়ে কাজ করলাম, চিত্রনাট্য পড়েই সিদ্ধান্ত নিয়েছি, এটা আমি বানাতে চাই। দুই বছর ধরে সেই স্বপ্ন লালন করে সিনেমার শুটিং শেষ করেছি। টিমের ভাষ্যমতে, এটা আমার বানানো সবচেয়ে ভালো সিনেমা হতে যাচ্ছে। বাকিটা দর্শক সিনেমা দেখার পর বলবেন।’
সিয়াম আহমেদ বলেন, ‘আমি যত সিনেমায় কাজ করেছি, সেগুলোর মধ্যে এটা আমার শোনা গল্পের সবচেয়ে ডিটেইল চিত্রনাট্য। পাঁচ ঘণ্টার বেশি সময় এই সিনেমার ন্যারেশন শুনেছিলাম। আমি একটুও বিরক্ত হইনি। তার মানে, পুরো গল্প আমাকে ধরে রেখেছিল। আশা করি, হলেও দর্শকদের ধরে রাখবে।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা অভিনয়শিল্পীরা সব সময় চাই নতুন কিছু করতে; একই ধারার কাজ বারবার না করে ভিন্ন জনরা সৃষ্টি করতে। অনেক নির্মাতা এই ঝুঁকি নিতে চান না। ট্রেন্ডি গল্পে কাজ করতে পছন্দ করেন। আন্ধার সেই ধরনের সিনেমা, যেখানে আমরা সবাই নিজেদের দেখতে চাই। এ ধরনের কাজ নিজের আয়ু বাড়িয়ে দেয়। এটাই আমার কাছে সবচেয়ে এক্সাইটিং বিষয় ছিল। আশা করি, এ ধরনের কাজ আরও হবে আমাদের ইন্ডাস্ট্রিতে।’
আফসানা মিমি বলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার অন্যতম কারণ, চরিত্রটি আমাকে টেনেছে। একটা গল্পের মধ্যে আমি কোথায় কতটুকু আছি, এটা আমাকে ভাবায় না। গল্পের আঙ্গিকে আমার চরিত্রটি কীভাবে আছে, সেটা আমাকে খুব টানে। সিনেমার শুটিংয়ে দারুণ সময় কাটিয়েছি।’
প্রযোজক শাকিব চৌধুরী বলেন, ‘আন্ধার হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।’
শোনা গিয়েছিল, এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। তবে নির্মাতা জানালেন, পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।
রাফী বলেন, ‘শুটিং শেষ হলেও আমাদের সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ করতে ৮-৯ মাস লাগবে। এটা শুধু বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমাই নয়, এটি দুই বাংলার অর্থাৎ বাংলা ভাষার সবচেয়ে বেশি ভিএফএক্স-নির্ভর সিনেমা। এটা এমন সিনেমা না যে শুটিং করলাম, এরপর রিলিজ করে দিলাম। সিনেমাটি সঠিকভাবে উপস্থাপন করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই সব কাজ গুছিয়ে আগামী বছর মুক্তি দেওয়া হবে।’
সিনেমাটিতে গোয়েন্দা অফিসার দোলোয়ার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আর শমসের চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। নায়িকা নাজিফা তুষি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। এছাড়া হাজরা খাতুন হিসেবে আফসানা মিমি, জালাল চরিত্রে গাজী রাকায়েত, ইনস্পেক্টর মনোয়ার চরিত্রে মোস্তফা মনোয়ার, হিমেল চরিত্রে ফররুখ আহমেদ রেহান এবং মায়া চরিত্রে স্বর্ণালী চৈতীকে দেখা যাবে বলে নির্মাতা জানিয়েছেন।






