Select Page

শিল্পকলায় ‘শেষের কবিতা’

শিল্পকলায় ‘শেষের কবিতা’

নাট্যদল প্রাঙ্গণেমোর ১৪ বছর পূর্ণ করতে যাচ্ছে ৬ মে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করছে দর্শকনন্দিত দুটি রবীন্দ্র প্রযোজনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যা ৭টায় তারা মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। নাটকটি নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

এছাড়া আগামী ৭ মে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের প্রথম প্রযোজনা ‘শ্যামা প্রেম’। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।


মন্তব্য করুন