শিল্পকলায় সমকালীন ছবি নিয়ে উৎসব
সমকালীন সাতটি চলচ্চিত্র নিয়ে আজ সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ।
জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আজ রয়েছে রেদওয়ান রনির ‘চোরাবালি‘।
অন্য ছবিগুলো হলো- হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা‘ মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ ও ‘চাকা’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস‘, তারেক মাসুদের ‘রানওয়ে’, গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা‘।