Select Page

শিল্পীদের গরুর হাটে কাজ/ মিশা সওদাগর দিলেন হুমকি, বিব্রত ডিপজল

শিল্পীদের গরুর হাটে কাজ/ মিশা সওদাগর দিলেন হুমকি, বিব্রত ডিপজল

শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল, এমন একটি বক্তব্য মিশা সওদাগরের মুখে শোনার পর থেকে বেশ সমালোচনার মুখে পড়েছেন শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তবে এই বিষয়টি একেবারেই অবান্তর বলে উল্লেখ করেছেন অভিনেতা। অন্যদিকে মন্তব্য করার বিষয়টি অস্বীকার না করলেও খবর প্রচারের জন্য সাইবার ক্রাইম আইনে ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন।

মিশা সওদাগর বলেন, “এ ধরনের কোনো কথা আমি বলিনি। আমি তো এ বিষয়ে সাইবার ক্রাইমে ব্যবস্থা নেব। কারো অনুমতি ছাড়া ঘরের কথা কেন নিউজে আসবে! ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে, সব পরিবারে তা-ই হয়। এ কথাটাও হয়তো রেফারেন্স হিসাবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলেছিলাম। ‘টেবিল টক’ কী করে সংবাদে চলে আসতে পারে? আমি কোনো প্রেসকে এ ধরনের কিছু বলিনি। নিউজ ছাপার আগে আমার সঙ্গে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করা অনেকটা সাইবার অপরাধ!”

বিষয়টির ব্যাখ্যা দিয়ে মিশা আরও বলেন, ‘আমরা একটি ঘরোয়া আড্ডায় বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি। শুধু সিনেমায় নয়, এসময় টেলিভিশন কিংবা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত কন্টেন্টে সিনেমার অভিনয়শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও পরিকল্পনা করেছি। এসময় কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সাধারণ শিল্পীদের কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আমরা পরিকল্পনা করি।’ এদিকে বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল মুখ খুলেছেন। তিনি বলেছেন, গরুর হাটে শিল্পীদের চাকরি দেওয়ার বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি।

এদিকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন ডিপজল। তিনি বলেন, এ কথা আমি কেন বলব! একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর।

সরাসরি এ বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, শিল্পীদের কাজ সিনেমা করা। সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করেন না, করতে চান না। কেউ করে থাকলে, সেটা একান্ত তার নিজের ব্যাপার। প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বা অন্য পেশায় যুক্ত। তার মানে এই নয় যে তারা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের মূল পরিচয় শিল্পী। সমিতির প্রত্যেক সদস্যই শিল্পী। এখন সিনেমায় কাজ কমে যাওয়ায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। তার মানে এই নয় তিনি শিল্পীসত্তা বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হতে চান। শিল্পী হিসেবে তার আত্মমর্যাদা রয়েছে। সিনেমার মাধ্যমেই এই মর্যাদা ধরে রাখতে চান।’

ডিপজল বলেন, আমি খুবই মর্মাহত হয়েছি, আমার বরাত দিয়ে যে কথা বলা হয়েছে। যারা এ কথা বলেছে, এর দায় তাদের। তারা এ ধরনের চিন্তা করতে পারে। আমি করি না। আমি সারা জীবন শিল্পীদের সম্মান, মর্যাদা ও অধিকারের ব্যাপারে কাজ করেছি এবং আমৃত্যু করে যাব। একজন শিল্পীর মর্যাদা ও তার শিল্পীসত্তা সম্পর্কে আমি জানি। আমি শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে অন্য পেশা বেছে নেওয়ার কথা বলা দূরে থাক, চিন্তাও করি না।

তিনি বলেন, আমার বরাত দিয়ে মিশা বা অন্য কেউ ‘গরুর হাটে চাকরি দেব’ বলে যে কথা বলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। আমার সঙ্গে এ ব্যাপারে কারো কোনো কথা হয়নি। ফলে যে কথাটি বলা হয়েছে, তা আমার নয়। এ ধরনের কথা অন্তত আমি বলতে পারি না। শিল্পীদের জায়গা শিল্পে, সিনেমায়। সেখানেই তার জায়গা, অন্য কোথাও নয়। আমি যদি পারি, সে জায়গায় সুযোগ করে দিতে, তাহলে তা-ই করব। অতীত থেকে শুরু করে এখনো আমি আমার সিনেমায় শিল্পীদের সুযোগ করে দিয়েছি, দিচ্ছি, ভবিষ্যতেও দেব। শিল্পীদের নিয়ে এর বাইরে কিছু ভাবি না।

অবশ্য চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে গতবারের মতো এবারও আলোচনা-সমালোচনা যেন থামছেই না। গতবারের মতো এবারও নতুন কমিটি ও নিপুণকে জড়িয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে নানা অস্থিরতা। এরই মধ্যে ‘শিল্পীদের গরুর হাটে চাকরি দিবেন ডিপজল’ এমন একটি কথা শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন বলে গণমাধ্যমের খবর প্রকাশ হয়েছে। খবর যুগান্তর ও বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন