Select Page

মন সে বোঝে না
শুটিং শুরুর ১২ বছর পর মুক্তি, ভিন্ন নাম-পরিচালক-প্রযোজক

<div class="post-subheading">মন সে বোঝে না</div>শুটিং শুরুর ১২ বছর পর মুক্তি, ভিন্ন নাম-পরিচালক-প্রযোজক

২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘লাভলী : মন বোঝে না’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন, যেখানে চুক্তিবদ্ধ ছিলেন আরিফিন শুভ এবং তমা মির্জা। এটি ছিল প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রেইন পিকচার্সের প্রথম সিনেমা।

শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে শুটিং শুরুর আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরিচালক সোহান সিনেমাটি ছেড়ে দেন। এরপর প্রযোজকের দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোরে চিত্রপরিচালক ও চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ছবির কাজ শেষ করার দায়িত্ব পান শাহাদাৎ হোসেন লিটন, যিনি বিরতি দিয়ে বেশ কয়েক দফায় সিনেমাটির কাজ সম্পন্ন করেন।

এবার দীর্ঘ ১২ বছর পর সিনেমাটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। শুধু নাম নয়, পাল্টে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকও। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, এবং পরিচালকের আসনে রয়েছেন আয়েশা সিদ্দিকা।

সিনেমার নতুন নাম হয়েছে ‘মন যে বোঝে না’। এই সিনেমাটি আগামী ৭ নভেম্বর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এবারই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ ও তমা মির্জাকে।

সনি লিভের প্রযোজনায় ‘জ্যাজ সিটি’ সিরিজে সর্বশেষ অভিনয় করছেন আরিফিন শুভ।
আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা।

তমা মির্জাকে সর্বশেষ দেখা যায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।


Leave a reply