Select Page

শুভ’র ওপর খেপেছে শাকিবের দুই পরিচালক

শুভ’র ওপর খেপেছে শাকিবের দুই পরিচালক

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ও আরিফিন শুভ অভিনীত ‌‘সাপলুডু’ মুক্তি পেয়েছে শুক্রবার। সেই ছবি প্রসঙ্গে মন্তব্য করে এই নায়ক খেপিয়েছেন শাকিব খানের দুই পরিচালককে।

শুভ’র পাশাপাশি সেই দুই পরিচালক মালেক আফসারি ও শামীম আহমেদ রনির মন্তব্য নিয়েও জোর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিও সাক্ষাৎকারে আরিফিন শুভ বলেন, হয়ত ‘সাপলুডু’র সাফল্যের কারণে পিছিয়ে গিয়েছে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবির মুক্তি।

এই কথায় খেপেছেন ‘শাহেনশাহ’র পরিচালক রনি। তিনি ফেসবুকে লেখেন, “এক অতি উচ্চ মাত্রার জ্ঞানী নায়ককে বলতে শুনলাম, তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে দর্শকের জোয়ারের ঠেলায়, ধাক্কায়, দুঃখে নাকি ‘শাহেনশাহ’ পিছিয়ে গেছে। প্রবাদ শুনছিলাম একটা, ‘পাগলের সুখ মনে মন’। আজ উনার দুল দুল দুলুনি বক্তব্য শুনে প্রবাদের বাস্তব উদাহরণ পেলাম।”

তিনি আরও লেখেন, ‍“ছবি মুক্তির মাত্র তিন দিন পার হতে না হতেই যে ছবির সিনেপ্লেক্স ছাড়া অন্য হলে টর্চ জ্বেলে দর্শক খুঁজতে হচ্ছে, সেখানে উনার গলাবাজি আমাকে ব্যাপক বিনোদন দিয়েছে। জনাব অতি পণ্ডিত নায়কের ছবি ভালো যাক, আমিও চাই সবার সব ভালো ছবিই ভালো যাক। কারণ, সেটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো। আর অতি শেষে বলি পণ্ডিত মশাইকে, শুধু সিনেপ্লেক্স, যমুনা আর বলাকায় চক্কর কেটে মিডিয়াতে হেলেদুলে ইন্টারভিউ না দিয়ে, অন্যান্য হলগুলাতেও একটু যান। আর প্লিজ, সাথে একটা ভালো টর্চ বা হারিকেন নিতে ভুলবেন না।”

এদিকে এক টিভি সাক্ষাৎকারে  শুভ বলেন, পরিবেশ ভালো না হওয়ার কারণে ‘সাপলুডু’ দেখতে প্রত্যাশা অনুযায়ী  মানুষ সিনেমা হলে আসছে না।

এর জবাবে মালেক আফসারি লেখেন, “পাসওয়ার্ড প্রথম সপ্তাহে ২০৪ এবং দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ২১২টি হলে হাউসফুল হলো কি করে? জয় হোক শাকিবিয়ানদের। তারা সিনেমা হলের পরিবেশ দেখতে যায় না। তারা একটি ভালো ছবি দেখতে যায়।”

অবশ্য শুভ কারো মন্তব্যের জবাব দেননি। মালেক আফসারির সঙ্গে কাজ না করলেও রনির পরিচালনায় ‘ধ্যাততেরেকি’তে অভিনয় করেছেন এই নায়ক।


Leave a reply