শুভ জন্মদিন শাকিব খান
বাংলা চলিচ্চত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন শনিবার। তিনি ১৯৮৩ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাকে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) এর পক্ষ থেকে জন্মদিনের শুভচ্ছো।
তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান পরিচিত। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’। প্রথম চলচ্চিত্র সফল না হলেও ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌছেন। হয়ে উঠেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক।
শাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালের ১৮ মে শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায়। তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায’ ছবির মাধ্যমে।
শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— এইতো প্রেম (২০১৫), রাজত্ব (২০১৪), হিটম্যান (২০১৪), হিরো দ্য সুপারস্টার (২০১৪) ডেয়ারিং লাভার (২০১৪), দেবদাস (২০১৩), পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), ফুল অ্যান্ড ফাইনাল (২০১৩), ভালোবাসা আজকাল (২০১৩), মাটির ঠিকানা, সাহেব নামে গোলাম (২০০৯), এক টাকার বউ (২০০৮), আমার প্রাণের স্বামী (২০০৭), সুভা (২০০৬) ও চাচ্চু (২০০৬)। নির্মাণাধীন রয়েছে বেশ কিছু চলচ্চিত্র।
শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) ও খোদার পরে মা (২০১২) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া একাধিকবার মেরিল-প্রথম পুরস্কারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।