
শেষ হলো মিস্টার বাংলাদেশের শুটিং
শেষ হলো ‘মিস্টার বাংলাদেশে’র শুটিং পর্ব। শনিবার কক্সবাজারে একটি অ্যাকশন ফাইটের দৃশ্য শেষে ক্যামেরা ক্লোজ করেন নির্মাতা আবু আকতারুল ইমান। খবর জাগো নিউজ।
জঙ্গি হামলার ঘটনাকে ‘মিস্টার বাংলাদেশ’র মোড়কে রুপালী পর্দায় নিয়ে আসছে কেএইচকে প্রোডাকশন। এতে মূল চরিত্রে দেখা যাবে ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। তার বিপরীতে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে শানারেই দেবী শানুর।
নির্মাতা আবু আকতারুল ইমান বলেন, ‘১০ নভেম্বর থেকে আমরা শুটিং শুরু করি। লম্বা একটা জার্নি ভালো ভাবে শেষ করতে পেরে স্বস্তি বোধ করছি। যা কিছু ফ্রেম বন্দী করেছি আশা করি সবটাই দর্শকদের ভালো লাগবে। তারা একটি ভালো গল্প দেখতে পাবে বলে বিশ্বাস করি।’
ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত ভিলেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রেটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের।