সঙ্গীতা ও তৃষ্ণার কথা
সঙ্গীতা… আমাদের বাণিজ্যিক ছবির পরিচিত মুখ। তাকে দেখলেই আপনার মনে হবে ছোটবেলায় টিভিপর্দায় অনেক দেখেছেন। নামটা জানেন না এই যা।
তৃষ্ণা ও সঙ্গীতা
বাণিজ্যিক ছবিতে কিছু নায়িকা ছিল যারা নায়িকার বান্ধবী বা অন্য কোনো চরিত্রের মাধ্যমে নিজের গুরুত্ব তুলে ধরে। সঙ্গীতার এমন ছবি অনেক আছে। প্রথম ছবি – প্রেম দিওয়ানা। উল্লেখযোগ্য অন্যান্য ছবি – গরিবের রাণী, কুলি, খলনায়ক, কাল নাগিনীর প্রেম, আঞ্জুমান, বাঘিনী কন্যা, ডিস্কো ড্যানসার ও স্বজন।
‘কুলি’ ছবির কথাটা আগে বলতে হয় কারণ এ ছবিতে দ্বিতীয় প্রধান নায়িকার ভূমিকাতেই ছিল। তার নায়ক ছিল আমিন খান। জনপ্রিয় একটা গানও ছিল তাদের। গানটি হচ্ছে –
‘জানো না জানো না/ তুমি তো জানো না/ কত ভালোবাসি তোমাকে’
রেডিওতে বেশ বাজাত গানটি।
‘খলনায়ক’ ছবিতেও সাব্বিরের বিপরীতে জনপ্রিয় গান ছিল-
‘কত ভালোবাসি তোমায় আমি বলতে পারি না/তোমার ভালোবাসা ছাড়া আমি চলতে পারি না’
‘স্বজন’ ছবিতেও জনপ্রিয় গান আছে। রুবেলের লিপে গানটি ছিল –
‘এইতো প্রথম দেখলাম/ দেখতেই মন বলল আমি প্রেমে পড়েছি’
‘গরিবের রাণী’ ছবিতে ওমর সানীর ছোটবোনের ভূমিকায় ছিল। ‘কাল নাগিনীর প্রেম’ ছবিতে নাগিনীদের একজন থাকে সঙ্গীতা। ‘বাঘিনী কন্যা’-তেও ছিল মৌসুমীর ভাইয়ের প্রেমিকার চরিত্রে।
সঙ্গীতা অনেক ছবি করেছে। তার মতো করে সে নিজের একটা পরিচিতি রেখে গেছে।
তৃষ্ণা অন্যতম সাইড নায়িকা ছিল নব্বই দশকের। উল্লেখযোগ্য ছবি – কে অপরাধী, জনতার বাদশা, আমার দেশ আমার প্রেম, সৎ মানুষ, প্রথম প্রেম, দোলন চাঁপা, দেন মোহর, দোলা, অপরাজিত নায়ক।
তৃষ্ণা ‘কে অপরাধী’ ছবিতে ডলি সায়ন্তনীর সুপারহিট গান ‘বিষম পিরিতি’-তে পারফর্ম করেছিল যেটি আজকের হিসাবে আইটেম সং-এর কাতারে পড়ে।
তৃষ্ণা বেশিরভাগ ছবিতেই নায়কের বোন, নায়িকার বান্ধবী এ ধরনের চরিত্রেই বেশি ছিল। এর মধ্যে ‘আমার দেশ আমার প্রেম’ ছবিতে ইলিয়াস কাঞ্চনের বোনের চরিত্রটি উল্লেখযোগ্য। ‘দোলা’ ও ‘দেন মোহর’ ছবিতে মৌসুমীর বান্ধবীর চরিত্রে ছিল এর মধ্যে ‘দোলা’-র চরিত্রটি বেশি গুরুত্বপূর্ণ ছিল।