Select Page

সফল পরিচালক দিলীপ সোম

সফল পরিচালক দিলীপ সোম

মেইনস্ট্রিম বাণিজ্যিক সিনেমার অন্যতম গুণী ও সফল পরিচালক দিলীপ সোম। কমার্শিয়াল সিনেমার ভাষা তিনি জানতেন। নির্মাণেও এনজয়অ্যাবল ব্যাপারটা রাখতেন।

তিনি সহকারী পরিচালক ছিলেন ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে। পরিচালনায় আসেন ‘সাত ভাই চম্পা’ ছবির মাধ্যমে।
তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে :

  • দোলা
  • হৃদয় আমার
  • চিরদিনের সাথী
  • শেষ উপহার
  • মহামিলন
  • গ্যাং লিডার
  • তোমার জন্য ভালোবাসা

সিনেমাগুলো কমার্শিয়াল সব। তিনি প্রেম, বিরহ, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলার এসব থিমে কাজ করেছেন। ‘চিরদিনের সাথী, শেষ উপহার’ দুটি চমৎকার রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা। সোহেল চৌধুরী, সোনিয়ার ব্যতিক্রমী কাস্টিং ছিল ‘চিরদিনের সাথী’।

‘দোলা’ সিনেমাটি গানের জন্য আলোচিত ছিল। মৌসুমী-ওমর সানীর প্রথম সিনেমা জুটি হিসেবে। মৌসুমীর লিপে ‘তুমি সুন্দরও আমার অন্তরও’ এবং ‘তুমি একবার এসে দেখে যাও’ খুবই জনপ্রিয় দুটি গান। স্মরণীয় গানও। একসময় রেডিওতে বাজাত বেশ। এছাড়া ‘স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি’ গানটিও উল্লেখ করার মতো। হিন্দু সংস্কৃতি থেকে নির্মিত। হুমায়ুন ফরীদির অন্যতম সেরা অভিনয়ের সিনেমা।

‘হৃদয় আমার’ মিউজিক্যাল রোমান্টিক ছবি তাঁর। শাবনূর-আমিন খান জুটির প্রথমদিকের ছবি। ছবির গানগুলো সব জনপ্রিয়। উল্লেখযোগ্য জনপ্রিয় তিনটি গান –
১. ‘তুমি আমার হৃদয়ে যদি থাকো
একদিন জানি কাছে আসবে।
২. পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে
কত যে আপন হয়েছ।
৩. তোমাকে আমি রাখব ধরে
কখনো তোমায় ছাড়া বাঁচব না।

‘মহামিলন’ নামের দিক থেকে খুবই আকর্ষণীয়।সালমান শাহ-শাবনূর জুটির অন্যতম একটি ছবি। সিনেমাটি রোমান্টিক+ফ্যামিলি ড্রামা নিয়ে। গানগুলো জনপ্রিয়। ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’, ‘একদিন দুইদিন তিনদিন পর’, খাওয়াইলা কি মালটা’ গানগুলো জনপ্রিয়।

‘গ্যাং লিডার’ তাঁর জমজমাট সিনেমা। তখনকার অখ্যাত এক নায়ক রানা হামিদকে দিয়ে যে অভিনয় করিয়ে নিয়েছেন পরিচালক সেটা প্রশংসনীয়। সিনেমাতে ব্যবহৃত অস্ত্র, কস্টিউম, লুক, লোকেশন, গাড়ি এসব দেখে আন্দাজ করা গিয়েছিল সেই সময়ের বড় বাজেটের সিনেমা ছিল। আন্ডারওয়ার্ল্ডের রাজা রানা হামিদ রাজত্ব করে অপরাধ জগতে। শেষে মৃত্যু হয় মা খালেদা আক্তার কল্পনার কোলে। মা তাকে গ্রহণ করত না তাই শেষে মৃত্যুপথযাত্রী ছেলেকে কোলে নিয়ে খালেদা আক্তার কল্পনার আর্তনাদ অসাধারণ ছিল।

‘নামটা তোমার জানা হলো না
কাছে পেয়েও পাওয়া হলো না,
তাই তুমি থাকো দু’চোখের পাতায়
কোথায় যে তোমাকে পাই
আমি চিঠি লেখার ঠিকানা চাই’
নচিকেতার কণ্ঠে মঞ্চে আমিন খানের অসাধারণ পারফরম্যান্সে জনপ্রিয় এ গানটি দিলীপ সোমের ‘তোমার জন্য ভালোবাসা’ ছবির। আমিন খানের বিপরীতে ছিল পপি।

সিনেমাগুলো ছিল ফুল প্যাকেজ কমার্শিয়াল।দিলীপ সোম প্যাকেজটা ব্যালেন্স করতে পারতেন। তাঁর প্রতি শ্রদ্ধা।


About The Author

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

Leave a reply