Select Page

সব কাজ শেষে ‘বেকার’ সমিতির অনুমতি চায় শাকিবের ভারতীয় সিনেমা!

সব কাজ শেষে ‘বেকার’ সমিতির অনুমতি চায় শাকিবের ভারতীয় সিনেমা!

সম্প্রতি শাকিব খান ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং করেছেন।কলকাতার জয়দেব মুখার্জি পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। প্রযোজনা করছে এসকে মুভিজ। সিনেমাটি নিয়ে নতুন তথ্য জানালো রাইজিং বিডি।

ইতোমধ্যে পুরো সিনেমাটির শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো ‘ভাইজান এলো রে’ নির্মাণের জন্য রোববার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অনুমতি চেয়েছে জয়দেব মুখার্জি। সিনেমাটিতে শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার অভিনয় করবেন বলেও আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে।

হঠাৎ এমন আবেদন পত্র পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। কারণ এই সংগঠনটির নেতারা আগেই সংবাদমাধ্যমে জানতে পেরেছেন- এই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান একই শিল্পী নিয়ে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেছেন। সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও কীভাবে কাজ শুরু করার অনুমতি চেয়েছেন?

এ বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন রাইজিংবিডিকে বলেন, ‘নিয়ম অনুযায়ী যারা আমাদের পরিচালক সমিতির সদস্য তাদের সিনেমার নাম নিবন্ধন করি। এজন্য আগে সদস্য হতে হয়। গতকাল জয়দেব মুখার্জি আমাদের সমিতিতে এসেছিলেন সদস্য হওয়ার জন্য। তিনি সদস্য হওয়ার আবেদন পত্র জমাও দিয়েছেন। আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। মিটিংয়ে এ বিষয়ে আলাপ-আলোচনা করব তারপর সিদ্ধান্ত নিব।’

তিনি আরো বলেন, ‘‘জয়দেব মুখার্জি ‘ভাইজান এলো রে’ সিনেমার নাম দিয়েছেন এবং এতে শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকার অভিনয় করবেন বলে অনুমতি চেয়েছেন। কিন্তু এই নামে এই শিল্পীদের একটি সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। তাহলে শুটিং করার অনুমতি কীভাবে চাইলেন তা আমরা খতিয়ে দেখব।’’

‘ভাইজান এলো রে’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এ জন্য কলকাতায় সিনেমাটির প্রচারণাও শুরু করেছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ।

তাছাড়া বিনিয়োগ বোর্ডের মাধ্যমে কলকাতার এসকে মুভিজ বাংলাদেশে সিনেমা নির্মাণ করবে বলেও জানা গেছে।

উল্লেখ বছরখানেক আগে যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে সরব হওয়ায় পরিচালক সমিতিকে ‘বেকার সমিতি’ বলেন শাকিব। এ কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় একাধিক সমিতি। ক্ষমা চাইলে পরে তা তুলে নেওয়া হয়।


Leave a reply