Select Page

সব প্রচারণাই ফেল! দেখুন রাত ১০টার খবর

সব প্রচারণাই ফেল! দেখুন রাত ১০টার খবর

# সব প্রচারণা ফেল করল বুধবার রাতে
# মাছরাঙা টেলিভিশনে রাত ১০টার খবর পড়লেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
# অভিনব এ প্রচারণায় চমকে গেছেন সবাই
# কী ছিল খবরে নিচে দেখুন
# প্রশ্ন হলো আর কী চমক থাকছে সামনে?

একে পাগলামি বললে ভুল হবে। বলতে হবে মহাপাগলামি। এর মাধ্যমে বাংলা সিনেমার প্রোমোশনে নতুন ধারা তৈরি হলো। ‘দেবী’র প্রচারণায় নায়ক-নায়িকা বনে গেলেন সংবাদ পাঠক। তাদের কাজ শুধু শো ওপেনারের মতোই ছিল না- বরং, আধা ঘণ্টার পুরো স্লট জুড়ে দেশ ও বিদেশের খবর পড়েন তারা।

বেশ আগেই সোশ্যাল মিডিয়ায় খবর আসে রাত ১০টায় ‘দেবী’ টিমের পক্ষ থেকে চমক থাকছে মাছরাঙা টেলিভিশনে। ওই সময় চ্যানেলটি খবর থাকায় অনেকে ভেবেছিলেন বিশেষ কোনো পর্বে হাজির হচ্ছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। কিন্তু কেউই ভাবতে পারেনি তাদের দেখা যাবে নিউজ প্রেজেন্টারের ভূমিকায়।

পুরো বিষয়টি এতই চমক জাগানিয়া যে সোশ্যাল মিডিয়ার সিনেমা বিষয়ক দেশি পাতাগুলো ভরে গেছে খবরের স্ক্রিনশটে। সেখানে জয়া ও চঞ্চলকে দেখা যায় পাঠক হিসেবে। ‘দেবী’ সিনেমার রানু চরিত্রের জয়া হাজির হন শাড়ি পরে। অন্যদিকে বড়পর্দার প্রথম মিসির আলি চঞ্চল পরেছেন পাঞ্জাবি।

১৯ অক্টোবর মুক্তি পাবে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। বেশ আগে থেকেই সিনেমাটির টিম অভিনব সব প্রচার কৌশল ব্যবহার করে যাচ্ছে। কিন্তু বুধবারের কৌশলটির কাছে বাকি সব ফেল। এবার দর্শকদের চমকে আরো অভিনব ও বুদ্ধিদীপ্ত কিছু ভাবতে হবে ঢাকাই সিনেমার নির্মাতাদের।

হুমায়ূন আহমেদের একই নামে উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের নির্মিত হয়েছে ‘দেবী’। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সহ প্রযোজনায় আছেন জয়া আহসান নিজেই। আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

প্রশ্ন হলো আর কী চমক থাকছে সামনে? তার উত্তর একটাই। পুরো চমক দেখতে হলে যেতে হবে সিনেমা হলে।


Leave a reply