Select Page

সমঝোতা: এবার ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস

সমঝোতা: এবার ডিবি কার্যালয়ে ভাত খেলেন অপু বিশ্বাস-তাপস

রাজনীতিবিদ থেকে অভিনেতা বা ইউটিউবার নানান পেশার মানুষ ডিবি কার্যালয়ে গিয়ে ভাত খেয়ে আলোচনার খোরাক জুগিয়েছেন। সর্বশেষ ডিবির ডাইনিং টেবিলে বসলেন গান বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং নায়িকা অপু বিশ্বাস

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন অপু। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের কথপোকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যমে ও অনলাইনে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই নায়িকা।

এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ে তলব করা হয় অপু বিশ্বাসকে। সেখানে দীর্ঘ আলোচনার পর অপু ও তাপসের মধ্যে সমঝোতা হয়। পরে ভাত খেয়ে তারা সেখান থেকে বিদায় নেন।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই তারকা। সেখানে তাপস দাবি করেন, অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ দাখিল করেননি তিনি।

এই সংগীত পরিচালক বলেন, ‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’

তাপস বলেন, ‘আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশ বিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরনের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি।’

তাপসের কথায়, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনো আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।’

এদিকে অপু বিশ্বাস বলেন, ‘তাপস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো দেখা হওয়ায় আমি খুব খুশি। তবে এখানে দেখা হবে সেটা আশা করিনি।’

ডিবি কার্যালয়ে অপু বিশ্বাসের নামে অভিযোগে তাপস বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নায়িকা তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন।

এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে অপু বলেন, ‘আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমদের যে বিষয়টা হয়েছে সেটা এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। যেটা দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারাও ডিলিট করে ফেলবেন।’

কিছুদিন আগে গানবাংলা টিভির চেয়ারপার্সন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলি প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এরপর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলি। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলির প্রতি বিষোদগার তো ছিলোই।

রোববার ভোর ২৮ মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেন অপু। কিন্তু ঘটনার শেষে বোঝা গেল, নিজের ওজন বুঝতে ভুল করেছেন তিনি!


মন্তব্য করুন